imei check bd এর মাধ্যমে সহজেই আপনার ফোনের বৈধতা যাচাই করে নিতে পারবেন।এজন্য আপনাকে শুধু একটি কোড ডায়াল করতে হবে।তাহলেই পেয়ে যাবেন imei নাম্বারটি।
আইফোন প্রেমীদের জন্য সুখবর
নতুন হোক বা পুরাতন যেকোন ধরনের হ্যান্ডসেট কেনার পূর্বে অবশ্যই সেই হ্যান্ডসেটের imei চেক করে সেটি বৈধ কি না তা নিশ্চিত হয়ে কেনা উচিত।নতুবা হুটহাট যেকোন ঝামেলায় ফেসে যেতে পারেন।
আকাশ ডিটিএইচের বিস্তারিত জানতে দেখে নিন,
আকাশ ডিটিএইচ দাম,রিচার্জ,প্যাকেজ লিস্ট,হেল্প লাইন সহ বিস্তারিত
কর ফাকি রোধ কল্পে এবং চোরাই মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন দেশে উৎপাদিত এবং বৈধ ভাবে আমদানিকৃত হ্যান্ডসেট গুলোর একটি ডাটাবেজ তৈরি করেছে।
অসাধারণ ক্যামেরা ও ভিডিও এর জন্য বিখ্যাত গুগল পিক্সেল ৭ প্রো ফোনটি সম্পর্কে জেনে নিন
imei check bd
imei check bd
এই ডাটাবেজে প্রত্যেক বৈধ হ্যান্ডসেটের imei নাম্বার সংরক্ষিত আছে।এখান থেকেই একটি মাত্র এসএমএসের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার সদ্য কেনা হ্যান্ডসেটটি বৈধ কিনা।
আরোও পড়ুন
আপনি কি আইফোন প্রেমী, তাহলে আইফোন ১২ প্রো ম্যাক্স এর বিস্তারিত জানতে নিচের লেখাটি পড়ুন,
imei check bd আপনাকে এই সুবিধা প্রদান করেছে।যাতে আপনি আপনার ফোনের বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।
মোবাইল কোম্পানীর বিরক্তিকর প্রমোশনাল এসএমএস বন্ধ করে দিতে চান? দেখে নিন
imei check কেন প্রয়োজন
দেশে উৎপাদিত বা বিদেশ থেকে আমদানিকৃত হ্যান্ডসেটগুলো যদি সরকারের যথাযথ কর পরিশোধ করে তাহলে কর পরিশোধিত মোবাইল গুলোর imei নাম্বার গুলো বিটিআরসির ডাটাবেজে সংরক্ষিত থাকবে।
রিয়েলমি সি ৩৫ এর ফুল স্পেসিফিকেশন
শুধুমাত্র সেই হ্যান্ডসেটগুলো বৈধ বা অফিসিয়াল হিসাবে গন্য হবে।এ ধরনের হ্যান্ডসেট ব্যবহারে কোন বাধা নেই।
imei check এর মাধ্যমে ফোনের বৈধতা যাচাই
আর যে মোবাইল গুলো কর ফাকি দিয়ে অবৈধ উপায়ে বিক্রি করার চেষ্টা করা হয়,অর্থাৎ বিটিআরসির ডাটাবেজে অন্তর্ভুক্ত নাই এমন যে কোন হ্যান্ডসেট অবৈধ বা আনঅফিসিয়াল বলে বিবেচিত হবে।
বাংলালিংক এসএমএস প্যাকেজ এবং এক্টিভেশন কোড গুলো দেখে নিন
এধরনের ফোনের imei নাম্বার গুলো ব্লক করে রাখা হবে ফলে টাকা দিয়ে কিনলেও এই মোবাইল ফোন গুলো ব্যবহার উপযোগী থাকবে না।
এন্ড্রোয়েড ফোনে টাইপ করতে করতে বিরক্ত?
-
এবার শুধু মুখে বলে টাইপ করুন তাও আবার বাংলায়
imei check bd এর মাধ্যমে ফোনের বৈধতা যাচাই
বিটিআরসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের পর ডাটাবেজে অন্তর্ভুক্ত নেই এমন সকল মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে।
জানতে চান আপনার এনআইডিতে কয়টি সিম রেজিষ্টেশন করা আছে
সুতরাং নতুন ফোন কেনার পূর্বে অবশ্যই সেই ফোনের imei check করার মাধ্যমে নিশ্চিত হয়ে নিবেন যে আসলেই হ্যান্ডসেটটি বৈধ কি না।
এবার এসে গেল মোবাইলে আনলিমিটেড ডাটা সার্ভিস
এটা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে সঠিকভাবে কিছু পদক্ষেপ অনুসরন করতে হবে।তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে imei check bd এর মাধ্যমে মোবাইলের বৈধতা যাচাই করা যায়।
ফোনে আড়ি পাতা প্রতিরোধে আপনার সচেতনতায় যথেষ্ট।জেনে নিন
imei check bd পদ্ধতি
হ্যান্ডসেট যেমনই হোক প্রত্যেকটি হ্যান্ডসেটের একটি ইউনিক imei নাম্বার থাকে।যেটি সেই হ্যান্ডসেটের পরিচয় বহন করে।সেই হ্যান্ডসেটের imei নাম্বার জানার অনেক গুলো উপায় থাকে।সব থেকে সহজ উপায় গুলোর মধ্যে একটি হলো মোবাইলের ব্যাটারির নীচে অবস্থিত কোম্পানী প্রদত্ত লেবেল।
গ্রামীনফোনের ইন্টারনেট প্যাকেজের বিস্তারিত দেখে নিন
imei number
এখানে স্পষ্ট অক্ষরে ফোনের imei নাম্বারটি দেওয়া থাকে ।১৫ সংখ্যার নাম্বারটি হচ্ছে আপনার ফোনের imei নাম্বার।
বিশ্বখ্যাত ওপেনসোর্স অপারেটিং সিস্টেম
imei check bd এর সহজ পদ্ধতি হলো আপনি যে ফোনের imei নাম্বার জানতে চাচ্ছেন সেই ফোন থেকে ডায়াল করুন *#06# কিছু ক্ষনের মধ্যেই ফোনের স্ক্রীনে ১৫ সংখ্যার আইএমইআই নাম্বারটি দেখা যাবে।
আইফোন ১৪ এর দাম ও ফুল স্পেসিফিকেশন
এবার আপনি আপনার ফোন থেকে প্রাপ্ত imei নাম্বারটি একটি কাগজে লিখে রাখুন।আপনার হ্যান্ডসেটটি বৈধ কি না তা নিশ্চিত হওয়ার জন্য এবার আপনার ফোনের ম্যাসেজ অপশানে যান,নিউ ম্যাসেজ এ গিয়ে ইংরেজীতে বড় হাতের অক্ষরে টাইপ করুন KYD একটি স্পেস দিয়ে লিখুন আপনার ফোনের আইএমইআই কোডটি,অর্থাত KYD <> imei code (উদাহরনসরুপ- KYD 354692041495975 ) এবার ম্যাসেজটি 16002 নাম্বারে পাঠিয়ে দিন।
imei check bd পদ্ধতি
কিছুক্ষন পরেই ফিরতি এসএমএসে আপনি জানতে পারবেন এই হ্যান্ডসেটটি বিটিআরসির ডাটাবেজে অন্তর্ভুক্ত আছে কি না।এভাবেই imei check bd এর মাধ্যমে আপনি আপনার ফোনের বৈধতা যাচাই করে নিতে পারেন।
আরোও বিস্তারিত জানতে বিটিআরসির ওয়েবসাইট ভিজিট করুন।
যদি থাকে তাহলে মোবাইল ফোনটি বৈধ আর যদি না থাকে তাহলে নিশ্চিতভাবেই সেই মোবাইল ফোনটি অবৈধ।আপনি টাকা দিয়ে কিনেও সেই মোবাইল ফোন খানা ব্যবহার করতে পারবেন না।
স্বল্প খরচে কথা বলতে বিটিসিএলের আলাপ এপস
-
আলাপ এপস এ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন
পরিশেষে
মোবাইল ফোন গুলো হয় মানুষের শখের বস্তু।কিন্তু কিছু ক্ষেত্রে শখের মোবাইল ফোন কিনতে গিয়ে বিপত্তিতে পড়তে হয়। তাই মোবাইল ফোন কেনার পূর্বে imei check bd এর মাধ্যমে নিশ্চিত হয়ে নিবেন যে,ফোনটি বৈধ কি না।
Comments are closed.