সদ্য সমাপ্ত হওয়া T-20 ক্রিকেট বিশ্বকাপের পর এখন গোটা বিশ্ব কাপছে ফুটবল জ্বরে। আর তাই বাংলাদেশী ক্রীড়ামোদীদের জন্য world cup football fixtures বাংলাদেশ সময় অনুযায়ী বাংলা ভাষায় প্রকাশ করা হলো।
দেখে নিন বাংলাদেশ সময় অনুযায়ী উয়েফা ইউরো ২০২৪ এর সময়সূচি
ইতিমধ্যেই আমরা জেনে গেছি আগামী ২০ নভে-১৮ ডিসে ২০২২ কাতারে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আসর।
T20 worldcup 2024 এর চুড়ান্ত ২০ দলের তালিকা
ফুটবলই মনে হয় একমাত্র খেলা যা গোটা বিশ্বে এককভাবে জনপ্রিয়। এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে আমেরিকা কোথায় নেই এই ফুটবলের উম্মাদনা?
বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর বাছাইপর্বের সর্বশেষ আপডেট
আর এবারের বিশ্বকাপ যেহেতু এশিয়াতে তাই এই অঞ্চলের মানুষের মনে আলাদা উত্তেজনা কাজ করবে এটাই স্বাভাবিক।
চূড়ান্ত হলো কোপা আমেরিকার আর্জেন্টিনা স্কোয়াড
হোটেল, চায়ের টং, ক্লাব হোষ্টেল গুলোতে শত শত মানুষ দাঁড়িয়ে ফুটবলের অদ্ভুত মায়ায় জড়িয়ে থাকবে , এজন্য আর বেশীদিন অপেক্ষা করতে হবে না। ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটোতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরেই।
cricket world cup points table
আমরা সবাই জানি ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা world cup football fixtures আগে থেকেই প্রস্তুত করে রাখে। আজকের পোষ্টে আমি বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সকল খেলার সময়সূচী বাংলাদেশ সময় অনুযায়ী বিস্তারিত বর্ণনা করবো। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন।
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪
world cup football fixtures & grouping
সম্পূর্ন fixtures দেখার আগে আসুন আমরা দেখে নেই ৩২ টি দল ৮ টি গ্রুপে ভাগ হয়ে পরস্পরের মোকাবিলা করবে, সেই ৮ টি group এর প্রতিটি দলের নাম। আগেই অনুষ্টিত হওয়া ড্র অনুযায়ী A, B, C, D, E, F, G, H ণামে ৮ টি গ্রুপে দলের সংখ্যা থাকবে ৪ টি করে।
কোপা আমেরিকা কাপ ২০২৪ এর ফুল ফিক্সচার (বাংলাদেশ সময় অনুযায়ী)
Group A
কাতার
ইকুয়েডর
সেনেগাল
নেদারল্যান্ডস
Group B
ইংল্যান্ড
ইরান
যুক্তরাষ্ট
ওয়েলস
Group C
আর্জেন্টিনা
সৌদি আরব
মেক্সিকো
পোলান্ড
Group D
ফ্রান্স
অস্ট্রেলিয়া
ডেনমার্ক
তিউনিশিয়া
Group E
স্পেন
কোস্টারিকা
জার্মানি
জাপান
Group F
বেলজিয়াম
কানাডা
মরক্কো
ক্রোয়েশিয়া
Group G
ব্রাজিল
সার্বিয়া
সুইজারল্যান্ড
ক্যামেরুন
Group H
পর্তুগাল
ঘানা
উরুগুয়ে
দক্ষিন কোরিয়া
কোন দল কতবার জিতেছে ফুটবল বিশ্বকাপ ,জেনে নিন বিস্তারিত
বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা, জেনে নিন কোন দল কতবার চ্যাম্পিয়ন
world cup football fixtures বাংলাদেশ সময়
স্বাগতিক কাতার সহ কঠোর প্রতিদ্বন্দিতামূলক বাছাইপর্ব থেকে উতরে আসা ৩২ টি দল ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপের প্রতিটি দলের সাথে মোকাবিলা করবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ ২ টি করে মোট ১৬ টি দল নিয়ে শুরু হবে Round of 16, এখানে লড়াই শেষে জয়ী ৮ টি দল খেলবে কোয়াটার ফাইনাল।
কোয়াটার ফাইনালে ৮ টি খেলায় বিজয়ী ৪ টি দল খেলবে সেমি ফাইনাল। এখানে ২ টি খেলায় বিজয়ী ২ দল ১৮ ডিসেম্বর ২০২২ রাত ৯ টায় শিরোপার লড়াইয়ে নামবে। এভাবে মোট ৬৪ টি ম্যাচ অনুষ্টিত হবে।ফাইনালে বিজয়ী দলের ঘরে ৪ বছরের জন্য বিশ্বকাপ ট্রফিটি চলে যাবে। মোট ৮ টি স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্টিত হবে। উদ্বোধনী খেলা হবে আল বায়াত স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি লুসাইল স্টেডিয়ামে।
বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ সময় অনুযায়ী
কাতারে অনুষ্ঠীতব্য বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের ম্যাচগুলোর বাংলাদেশ সময় এখানে টেবিল আকারে তুলে ধরা হলো। গ্রুপপর্বসহ বেশীর ভাগ ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল ৪ টা , সন্ধ্যা ৬ টা, রাত ৯টা, রাত ১০ এবং রাত ১ টায় অনুষ্টিত হবে।
কাতার বিশ্বকাপ ২০২২ সম্পর্কে আরোও জানতে ফিফার ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
এবার আসুন আর কথা না বাড়িয়ে দেখে নিই বাংলাদেশ সময়ে world cup football fixtures
গ্রুপ পর্ব
রাউন্ড ১৬
কোয়াটার ফাইনাল
থার্ড প্লেস
ফাইনাল
পরিশেষে
বরাবরের মতো যদিও বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ ফুটবল দল অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না।তথাপি ফুটবল বিশ্বকাপ নিয়ে এদেশের মানুষের আগ্রহ, উত্তেজনা, উন্নাদনার কোন কমতি নেই।
ইতিমধ্যেই world cup 2022 এ অংশগ্রহন কারী দল গুলোর সমর্থকরা তাদের প্রিয় দলের পতাকা দেশটাকে রঙ্গীন করে তুলেছে।
ঘরে ,বাহিরে, মাঠে, ঘাটে সর্বত্রই শুধু বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনার ঝড়।
এইসব ফুটবল পাগল বাংলাদশী দর্শকদের কথা বিবেচনা করে বাংলাদেশ সময় অনুযায়ী world cup football fixtures বিশদভাবে তুলে ধরা হয়েছে।
Comments are closed.