আলাপ এপ

আলাপ এপ এ নতুন একাউন্ট খোলার নিয়ম

তথ্য প্রযুক্তি
বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কোম্পানী (বিটিসিএল) সম্প্রতি আলাপ এপ নামে একটি আইপি কলিং এপ চালু করেছে।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে ২৬ মার্চ আলাপ এপ জন সাধারনের ব্যবহারের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
আইফোন প্রেমীদের জন্য সুখবর
এসে গেল দেশের প্রথম আইপি কলিং এপ্লিকেশন আলাপ এপ। বিস্তারিত জানতে দেখুন
আলাপ এপস ব্যবহার করে এপ টু এপ ফ্রি ভয়েস কল করা যাবে এবং দেশের যেকোন মোবাইল অপারেটর বা ল্যান্ড লাইন নাম্বারে সর্বসাকুল্যে ৩৫ পয়সা মিনিট রেটে কথা বলা যাবে।
নতুন মোবাইল ফোন কেনার আগে জেনে নিন ফোনটি অফিসিয়াল কি না
এছাড়াও বাহিরের দেশের নাম্বার গুলোতেও কথা বলা যাবে অতি অল্প খরচে।
বিশ্বের বিভিন্ন দেশে আইপি কলিং এপস গুলো অতি জনপ্রিয় হলেও বাংলাদেশে আলাপ এপই প্রথম ভয়েস কলিং সুবিধা সম্বলিত এন্ড্রোয়েড এপ্লিকেশন এবং ওয়েব ভার্সন চালু করেছে।
আকাশ ডিটিএইচের বিস্তারিত জানতে দেখে নিন
দেশের যেকোন নাগরিক আলাপ এপ এর আইপি কলিং সুবিধা উপভোগ করতে পারবে।তারজন্য অবশ্যই স্মার্ট ফোন এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে।
মোবাইল কোম্পানীগুলোর বিরক্তিকর ম্যাসেজগুলো বন্ধ করতে চান?
গুগল প্লে স্টোর থেকে বিটিসিএলের দেওয়া আলাপ এপটি স্মার্ট ফোনে ইনস্টল করে নিতে হবে।এরপর কয়েকটি ধাপে এসএমএস ভেরিফিকেশন এবং জাতীয় পরিচয় পত্র জমা দানের মাধ্যমে নতুন একাউন্ট তৈরি করা যাবে।
আপনি কি আইফোন প্রেমী, তাহলে আইফোন ১২ প্রো ম্যাক্স এর বিস্তারিত জানতে নিচের লেখাটি পড়ুন,
সফলভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে নতুন একাউন্টে ১৫ মিনিট সাইন আপ বোনাস টকটাইম জমা হবে।বোনাস ব্যালান্স দিয়ে দেশের যেকোন নাম্বারে কথা বলা যাবে।
দেখে নিন আকাশ ডিটিএইচের বিভিন্ন প্যাকেজের চ্যানেল লিষ্টসমূহ 
আজকের পোষ্টে আলাপ এপ এ কিভাবে নতুন একাউন্ট খোলা যায় সে বিষয়ে (স্টেপ বাই স্টেপ) বিস্তারিত আলোচনা করা হবে।

 

আপনার হাতে যদি স্মার্ট ফোন আর তাতে যদি ইন্টারনেট পরিসেবা চালু থাকে তাহলে আপনি সরাসরি গুগল প্লে স্টোর থেকে আলাপ এপ টি ইনস্টল করে নিন।

 

সফলভাবে ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হবার পর আলাপ এপ ওপেন করুন।প্রথমেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার বার্তা দেখতে পাবেন।

 

আলাপ এপ

আলাপ এপ রেজিষ্ট্রেশন ফর্ম
আপনি যদি আলাপ এপ এর সব সুবিধা উপভোগ করতে চান তাহলে অবশ্যই সফলভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে।
তবে আপনি চাইলে skip বাটন ব্যবহার করে পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারবেন।
আইফোন ১৪ এর দাম ও ফুল স্পেসিফিকেশন
সেক্ষেত্রে আপনি Alaap এপ এর কোন সুবিধা গুলো উপভোগ করতে পারবেন না।শুরুতেই আপনি start registration বাটনে চাপ দিবেন, তাহলে আপনি নিচের মতো একটি পেজ পাবেন।
এখানে আপনাকে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে।

 

আলাপ এপ

আলাপ এপ ফোন ভেরিফিকেশান

এজন্য Enter Your Phone Number বক্সে ফোন নাম্বার(+880 দেওয়া থাকে সুতরাং নাম্বার লেখা শুরু করবেন 1 থেকে) দিতে হবে।
Continue বাটন চাপলে আপনার দেওয়া নাম্বারে একটা ম্যাসেজে ভেরিফিকেশন কোড যাবে, এবং একটা নোটিফিকেশন পাবেন, যেটা Allow করে দিলে অটোমেটিক ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে, ভেরিফিকেশন কোডও লিখতে হবে না।
যদি কোন কারনে ভেরিফিকেশন কোডের ম্যাসেজ মোবাইলে না যায় তাহলে ৬০ সেকেন্ড অপেক্ষা করুন এবং Resend sms বাটনটি চাপুন।আশা করি ভেরিফিকেশন কোডের ম্যাসেজ আপনার দেওয়া মোবাইল নাম্বারে চলে যাবে।
মোবাইল নাম্বার সফলভাবে ভেরিফিকেশন করার পর আপনি national id scan এবং ভেরিফিকেশন পেজ দেখতে পাবেন।প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের দিকে ছবি এবং নীচের দিকে আইডির পেছনের অংশের ছবি তুলে দিতে হবে।

 

alaap app

alaap অ্যাপ এন আই ডি ভেরিফিকেশান

ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরা চালু হবে, ক্যামেরার সামনে আপনার জাতীয় পরিচয় পত্রটি এমন ভাবে ধরতে হবে যেন সেটার কোন অংশ বাদ না যায়,একইভাবে জাতীয় পরিচয় পত্রের পেছনের দিকের আরেকটি ছবি তুলুন।
আপনার ডিভাইসের নিরাপত্তার জন্য যা জানা আবশ্যক
এবার submit বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করুন।
আপনার জাতীয় পরিচয় পত্রের থেকে নেওয়া ইনফরমেশন গুলো এবার আপনি দেখতে পাবেন।
Confirm করলে অটোমেটিক আপনার ফোনের ক্যামেরাটি পুনরায় চালু হবে,
বেশী আলোতে স্পষ্টভাবে আপনার মুখ মন্ডলের একটি ছবি তুলে submit করুন।
সবকিছু ঠিক থাকলে আপনি আলাপ এপ এর ড্যাশবোর্ড দেখতে পাবেন।
এখান থেকেই আপনি আলাপ এপ এর সব ফিচার গুলো উপভোগ করতে পারবেন।
ডায়াল প্যাড, চ্যাট বক্স, কন্টাক্ট লিস্ট এবং আপনার একাউন্ট সংক্রান্ত তথ্যাদি এখানে পাবেন।

 

আলাপ এপ

আলাপ ড্যাশবোর্ড

সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার একাউন্টে সাইন আপ বোনাস ১৫ মিনিট টকটাইম যোগ হবে।
এছাড়া আপনার ব্যালান্সে টাকা ঢুকানোর জন্য আলাপ এপ এর মেনু থেকে Recharge অপশানটি ব্যবহার করে বিকাশ এবং নগদ থেকে সরাসরি টাকা আনতে পারবেন।
alaap app download লিংকঃ https://alaapbtcl.app.link/j546x4MkUeb

 

 

Comments are closed.