গুগল ম্যাপে ট্রেনের লাইভ লোকেশন

গুগল ম্যাপে ট্রেনের লাইভ লোকেশন দেখার উপায়

ট্রেন ট্রাকিং ট্রেনের লোকেশন রেল সেবা
ইতিপূর্বে এসএমএসের মাধ্যমে ট্রেনের লাইভ লোকেশন জানার উপায় সম্পর্কে আমরা জেনেছি। আজ জানবো গুগল ম্যাপে ট্রেনের লাইভ লোকেশন কিভাবে দেখা যায় সেই সম্পর্কে।
গুগল ম্যাপে ট্রেনকে ট্রান্সপোর্ট হিসাবে যুক্ত করার পর যে কেউ খুব সহজেই ম্যাপ থেকে ট্রেনের লাইভ লকেশন দেখতে পারবে।
এজন্য দরকার হবে স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ। যেহেতু প্রতিটা এন্ড্রোয়েড ফোনে Google Map আগে থেকেই ইন্সটল করা থাকে। তাই নতুন করে গুগল ম্যাপ ইন্সটল করার দরকার নেই।
এসএমএসের মাধ্যমে ট্রেনের লোকেশন জানার উপায়
ট্রেনে সফরের সময় রিয়েল টাইম লোকেশন দেখা প্রয়োজন হয়।  বিশেষ করে কোথাও ভ্রমনের সময় ট্রেনের রিয়েল টাইম লোকেশন জানার দরকার হয়। ট্রেন  বিলম্ব থাকলে অযাচিত বিড়ম্বনার হাত থেকে বাঁচতে ট্রেনের লাইভ লোকেশন জানার দরকার হয়।
বর্তমানে এন্ড্রোয়েড বা আইওএস ব্যবহারকারীদের জন্য অনেক এপ্ললিকেশন রয়েছে। ইতিপূর্বে আমরা জেনেছি এসঈমএসের মাধ্যমে ট্রেনের লোকেশন জানার উপায়। আজকে জ্জানবো গুগল ম্যাপে ট্রনের লাইভ লোকেশন জানার উপায়। এটি খুব সহজ এবং কোন খরচ ছাড়াই ব্যবহার করা যায়।
এছাড়াও থার্ড পার্টি অনেক এপ্লিকেশন আছে । যারমধ্যে জনপ্রিয় একটি হলো “Where is my train” নামক এপ্লিকেশনটি।  অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী এই এপ্লিকেশনটির মাধ্যমে ট্রেনের লাইভভ লোকেশন দেখে থাকে।
কিন্তু যাদের ফোনে নতুন এপ্লিকেশন ইন্সটল করতে ঝামেলা হয় বা ফোনে মেমোরি স্পেস কম তারা গুগল ম্যাপে ট্রেনের লাউভ লোকেশন খুব সহজেই দেখে নিতে পারেন।

 

গুগল ম্যাপে ট্রেনের লাইভ লোকেশন

প্রতিটি স্মার্টফোনে Google Map আগে থেকেই ইন্সটল করা থাকে। তাই কোন এপ্লিকেশন ইন্সটল না করেই গুগল ম্যাপের মাধ্যমে যে কোন ট্রেনের লাইভ লোকেশন বের করা যায়।
এজন্য প্রয়োজন শুধুমাত্র ইন্টারনেট সংযোগ। ২০২৯ সালে গুগল ইনকর্পোরেশন তাদের ম্যাপ পরিসেবায় বড় ধরনের আপডেট করে।
যারফলে সেখানে নতুন ৩ টি ট্রান্সপোর্ট যুক্ত করা হয়। যার অন্যতম হলো ট্রেন। এতে গুগল ম্যাপে যেকোন ট্রেনের লাইভ লোকেশন জানা খুব সহজ হয়ে যায়।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম জানুন
ট্রেন লাইভ ষ্ট্যাটাসের মাধ্যমে ট্রেন এরাইভাল টাইম (Train Arrival Time) , ট্রেনের টাইন সিডিউল (Sehedule), রি-সিডিউল (Re- Sehedule), বিলম্ব অবস্থান (Delay Status) সম্পর্কিত সকল তথ্য দেখা যাবে।

 

গুগল ম্যাপে ট্রেনের লাইভ লোকেশন

তাহলে আর দেরী কেন? আসুন দেখে নিই গুগল ম্যাপে ট্রেনের লাইভ লোকেশন দেখার উপায়,
জেনে নিন ঢাকা হইতে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচী
ঢাকা হইতে সকল ট্রেনের সময়সূচি ও বিস্তারিত
প্রথম ধাপ – প্রথমে ফোনে Google Map এপ্লিকেসশনটি চালু করতে হবে,
দ্বিতীয় ধাপ – এবার গুগল ম্যাপের সার্চবারে ডেস্টিনেশন লিখতে হবে
তৃতীয় ধাপ – সার্চ বারের পাশে থাকা ট্রেনের আইকনে ক্লিক করতে হবে (থ্রি হুইলার ও ওয়াল্ক এর নীচে ট্রেন আইকনটি পাওয়া যাবে।
কক্সবাজার ভ্রমনে যেতে চান? জেনে নিন পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সহ বিস্তারিত
চতুর্থ ধাপ – ট্রেন আইকনে ক্লিক করতে হবে, এবার আপনার ডেস্টিনেশন রুটের সবগুলো ট্রেনের তালিকা দেখা যাবে,
পঞ্চম ধাপ – আপনি যে ট্রেনের লোকেশন জানতে চান লিষ্ট থেকে সেই ট্রেনটি সিলেক্ট করুন । এবার স্ক্রীনে আপনার সিলেক্ট করা ট্রেনের যাবতীয় তথ্য দেখতে পাবেন।
রেলওয়ের জরুরী ফোন নাম্বার

উপসংহার

ট্রেনের অপেক্ষায় ষ্টেশনে বসে থাকা যে কত যন্ত্রনার সেটা ভুক্তভোগী মাত্রই জানে। তবে এই পদ্ধতি অবলম্বন করলে আআপনাকে আর ষ্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে থাকতে হবে না।
যাত্রার পূর্বে বাসায় বসে গুগল ম্যাপে ট্রেনের লাইভ লোকেশন দেখে নিন। ঠিক সেই মতো ষ্টেশনের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করুন। আপনাকে আর ষ্টেশনে বসে ট্রেনের অপেক্ষায় অযাচিত অপেক্ষা করতে হবে না ।