বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার এবং banglalink live chat

তথ্য প্রযুক্তি বাংলালিংক
আপনার কাছে যদি বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও banglalink live chat করার পদ্ধতি জানা থাকে তাহলে যে কোন সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন। তাই আজকের পোষ্টে আমরা দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংকের কাস্টমার কেয়ারে যোগাযোগের সহজ মাধ্যম গুলো জানানোর চেষ্টা করবো।

 

বাংলালিংক কাস্টমার কেয়ার / Banglalink live chat

বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক নিজের আসন প্রতিষ্ঠিত করেছে। বাংলালিংকের প্রায় ৪ কোটি গ্রাহক রয়েছে।
জেনে নিন
প্রতিনিয়ত নতুন নতুন অফার আর অন্য অপারেটর দের চেয়ে সাশ্রয়ী রেটের কারনে মানুষ বাংলালিংক ব্যবহারে আকৃষ্ট হচ্ছে।
গ্রামীনফোনের ইন্টারনেট প্যাকেজের বিস্তারিত দেখে নিন
বিশেষ করে বাংলালিংকের কলরেট এবং ইন্টারনেট অফার গুলো অন্য অপারেটর দের চেয়ে আকর্ষণীয়। তাই গ্রাহকের পছন্দের তালিকায় Banglalink স্থান পেয়েছে।
আরোও পড়ুন
সবচেয়ে বড় কথা হলো বাংলালিংকের কাস্টমার সাপোর্ট অনেক ভালো।
গ্রাহকের যেকোন সমস্যায় সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টার যেকোন সময়ে বাংলালিংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সমস্যার দ্রুত সমাধান করে নিতে পারেন।
আরোও পড়ুন
কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে অনেকভাবেই যোগাযোগ করা যায়। প্রথমেই আমরা বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার গুলো দেখে নিবো। পরে banglalink live chat অপশনটি সম্পর্কে বিস্তারিত জানাবো।
এয়ারটেলের ইন্টারনেট প্যাকেজ গুলোর বিস্তারিত

বাংলালিংক হেল্প লাইন নাম্বার

প্রত্যেকটি অপারেটরের একটি সংক্ষিপ্ত নাম্বার থাকে, যেটি ডায়াল করে সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করা যায়। এই নাম্বারে কল করলে আপনার ব্যালান্স থেকে নির্দিষ্টহারে কলচার্জ কাটা যাবে।
আরোও পড়ুন
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার টি হলো ১২১। যেকোন বাংলালিংক নাম্বার থেকে এই নাম্বারে ডায়াল করে প্রদত্ত নির্দেশনা অনুসরন করে সরাসরি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে আপনার অভিযোগ স্ববিস্তারে জানাতে পারেন।
জানতে চান আপনার এনআইডিতে কয়টি সিম রেজিষ্টেশন করা আছে 

 

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার (যেকোন নাম্বার থেকে)

ধরে নিলাম, কোন কারনে আপনার বাংলালিংক সিমটি কাজ করছে না, সেক্ষেত্রে আপনি দেশের অন্য যেকোন অপারেটরের নাম্বার থেকে সরাসরি বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন।
আইফোন ১৪ এর দাম ও ফুল স্পেসিফিকেশন
অন্য অপারেটর থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করার নাম্বারটি হলো +৮৮০১৯১১৩০৪১২১
এই নাম্বারটিতে কল করলে নির্দিষ্ট হারে কলচার্জ প্রযোজ্য। তবে আপনার বাংলালিংক নাম্বারের যেকোন সমস্যার দ্রুত সমাধানের এটি একটি সহজ উপায়।

 

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার (টোল ফ্রি)

বিনামূল্যে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলার জন্য বাংলালিংকের একটি টোল ফ্রি নাম্বার রয়েছে। যেকোন বাংলালিংক নাম্বার থেকে ১৫৮ ডায়াল করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলা যাবে।
থানায় যেতে হবে না জিডি করতে, ঘরে বসে করুন online gd

বাংলালিংক কাস্টমার কেয়ার (ইমেল, ওয়েবসাইট এবং ফেসবুক পেজ লিংক)

আপনি চাইলে ইমেল এর মাধ্যমে আপনার সমস্যার কথা হেল্প লাইন নাম্বারে জানাতে পারবেন। বাংলালিংক কাস্টমার সাপোর্ট ইমেলটি হলো [email protected]
আর বাংলালিংকের নিজস্ব ওয়েবসাইটের ঠিকানা হলো banglalink.net
এই সাইট থেকে আপনি বাংলালিংকের যাবতীয় অফার ইনফো ও বাংলালিংক সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পাশাপাশি এই সাইটের নীচের দিকে live chat বাটনটি দেখতে পাবেন।
এই বাটনে ক্লিক করে আপনি সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবেন।
এছাড়াও সোশ্যাল মিডিয়া ফেসবুকে বাংলালিংকের পেজের লিংক হলো https://facebook.com/banglalinkdigital
মজার ব্যাপার হলো ফেসবুকের পেজের মাধ্যমে মেসেঞ্জারে বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যুক্ত হওয়া যাবে।

 

Banglalink Live Chat (বাংলালিংক লাইভ চ্যাট)

আধুনিক প্রযুক্তির যর্থাথ ব্যবহারের মাধ্যমে দ্রুত ও সহজ উপায়ে কাস্টমার সেবা দিতে banglalink live chat অগ্রনী ভূমিকা পালন করছে।
বাংলালিংকের নিজস্ব ওয়েবসাইট থেকে লাইভ চ্যাট সেবাটি গ্রহন করা যায়। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। সাইটের নিচের অংশে live chat নামক একটি ট্যাব রয়েছে। এখানে ক্লিক করে আপনার কিছু তথ্য দিয়ে সরাসরি কাস্টমার কেয়ারে যুক্ত হতে পারবেন।
এছাড়া mybl এন্ড্রোয়েড এপস ব্যবহারকারী live chat বাটনে ক্লিক করে খুব দ্রুত কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করা যাবে।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

 

ওয়েবসাইটের নিচের অংশে live chat বাটনে ক্লিক করলে একটি ফর্ম আসবে, সঠিক তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করলেই বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে ম্যাসেজ আদান প্রদানের মাধ্যমে আপনার অভিযোগ জানাতে পারবেন।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

যারা ইন্টারনেট ব্যবহার করেন banglalink live chat তাদের জন্য এক স্বস্তির অপশন। কারন কোন নাম্বার ডায়াল না করেই কোন চার্জ ছাড়াই আপনি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারছেন।
যারা mybl এন্ড্রোয়েড এপসটি ব্যবহার করেন তারা খুব সহজেই live chat বাটনে একটি মাত্র ক্লিক করে বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে মূহুর্তেই যোগাযোগ করতে পারবেন। প্রমান হিসাবে ইমেজ বা পিডিএফ বা ওয়ার্ড ফাইল সংযুক্ত করতে পারবেন।

 

পরিশেষে

প্রযুক্তি আমাদের অনেকদুর এগিয়ে নিয়ে গেছে। এখন আর কাস্টমার কেয়ারে কল করে মিনিটের পর মিনিট অপেক্ষা করার প্রয়োজন হয় না।
ইন্টারনেটের অবাধ প্রবাহের কারনে কাস্টমার সার্ভিসে আমূল পরিবর্তন অবশ্যম্ভাবী। যার প্রমান লাইভ চ্যাট অপশনে মানুষের আস্থা বেড়েছে। তারপরও বিশেষ প্রয়োজনে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার গুলো সংরক্ষণ করে রাখা উচিত।

 

 

Comments are closed.