Akash GO

মোবাইল অ্যাপস Akash GO তে দেখা যাবে সব টিভি চ্যানেল

আকাশ গো আকাশ ডিটিএইচ
আকাশ ডিটিএইচ সংযোগ (ডিরেক্ট টু হোম) ব্যবহারকারীরা এখন থেকে Akash GO নামক কম্প্যানিয়ন অ্যাপসের মাধ্যমে তাদের এন্ড্রোয়েড মোবাইল ফোনে সব ধরনের টিভি চ্যানেল দেখতে পারবেন। তারজন্য আলাদা কোন চার্জ দিতে হবে না ।
আপনি ঠিকই শুনছেন , এখন থেকে বদলে যাবে আপনার টিভি দেখার অভিজ্ঞতা। পথে , ঘাটে , মাঠে ময়দানে যেকোন জায়গা থেকে আপনার হাতের স্মার্টফোন দিয়েই দেশী , বিদেশী যেকোন টিভি চ্যানেল দেখার সুযোগ করে দিচ্ছে আকাশ ডিটিএইচ।
আকাশ ডিটিএইচের সম্পূর্ন চ্যানেল লিষ্ট
আর মিস হবে না আপনার ফেভারিট কোন টিভি শো বা বাদ যাবে না আপনার পছন্দের দলের খেলা দেখার উম্মাদনা। পছন্দের দলের খেলা দেখার জন্য হন্তদন্ত হয়ে ঘর অভিমুখে ছুটতে হবে না টিভির সামনে বসার জন্য । এবার স্বয়ং টিভিই যখন আপনার হাতের মুঠোয়।

akash dth go app

বেক্সিমকো কমিউনিকেশনের আকাশ ডিটিএইচ তাদের গ্রাহকদের জন্য প্রথম “আকাশ গো “ নামক সেবাটি চালু করলো। যার ফলে আকাশ ডিটিএইচ সংযোগ ব্যবহারকারীরা লাইভ টেলিভিশন ব্রডকাষ্টের পাশাপাশি Akash GO অ্যাপটি এন্ড্রোয়েড ফোনে ইন্সটল করে মোবাইল ফোনে সভ টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন। 
ভারতের হটষ্টার স্পেশাল ও প্রিমিয়াম কনটেন্ট গুলোও আকাশ গো অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন। যাতে মানসম্পন্ন দেশি ও বৈশ্বিক কনটেন্ট সমৃদ্ধ লাইভ টিভি এবং ডিজিটাল কনটেন্ট দেখার সুযোগ হাতের মুঠোতে মিলবে। 
আকাশ ডিটিএইচ সম্পর্কিত সকল তথ্যাবলী
উল্লেখ্য যে, বর্তমানে দেশের প্রায় শতভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকে।। যার মধ্যে ইন্টারনেট সুবিধা ভোগ করে প্রায় ৭০ শতাংশ মানুষ পাশাপাশি মোবাইল ওয়ালেটের মাধ্যমে অনলাইনে টাকা পয়সা লেনদেন করে প্রায় ৬২ শতাংশ জনগন।
এমন অবস্থাকে বিবেচনা করে আকাশ ডিটিএইচ তাদের ষ্ট্যান্ডার্ড প্যাকেহের গ্রাহকদের জন্য বিনামূল্যে মোবাইলে টিভি দেখার করে দিচ্ছে।
গ্রাহকদের মধ্যে টিভি দেখার অভ্যাসে ও পছন্দে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। সেই অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে তাদের চাহিদা মেটাতে প্রথাগত টিভি দেখার সমাধানের পাশাপাশি উদ্ভাবনী সমাধানের মিশেল দরকার।
ঘরে এবং ঘরের বাইরে চলতি পথে টিভি বা কনটেন্ট উপভোগের সুযোগ তৈরিই হচ্ছে চূড়ান্ত সমাধান। তিনি জানান, আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস সেকেন্ডারি স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
গুগল প্লে ষ্টোর থেকে সরাসরি Akash GO নামক অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। পরবর্তীতে স্কীনে দেখানো নির্দেশনা অনুযায়ী এপ্লিকেশনটি সেট আপ করে মিতে হবে। তবে,এটি খুবই শজ একটি প্রক্রিয়া।যাতে সাধারন মানুষ খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারে।