কত স্কয়ার ফিটে কত টন এসি

কত স্কয়ার ফিটে কত টন এসি লাগবে, জেনে নিন বিদ্যুৎ খরচ

টিপস এবং ট্রিকস লাইফ ষ্টাইল
অসহনীয় গরম থেকে বাঁচতে এসির (এয়ার কন্ডিশনার) কোন বিকল্প নেই। তবে প্রথমেই আপনাকে ঘরের মাপের সাথে সামঞ্জস্য রেখে কত স্কয়ার ফিটে কত টন এসি লাগবে সেটা জেনে নিতে হবে।
সাধারন হিসাব অনুযায়ী, ১ শ থেকে দেড় শ স্কয়ার ফুটের ঘরের জন্য এক টন এসি লাগবে, দেড় শ থেকে আড়াই শ স্কয়ার ফুটের জন্য দেড় টন এবং আড়াই শর বেশি স্কয়ার ফুটের জন্য দুই টন বা তার বেশি ক্ষমতার এসি প্রয়োজন।
টন হলো একটি ইউনিট, যা ঘরের আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এসির শীতলতার ক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
মোবাইল ফোনের বিরক্তিকর এসএমএস বন্ধ করার উপায়
এসিগুলো অনেকটা বরফের ব্লকের মতোই কাজ করে। এখানে মজার ব্যাপার হলো এসি শীতল বাতাস তৈরি করে না বরং ঘরের ভেতর থাকা তাপ বের করে দেয়।
এসির ক্ষমতা বলতে বোঝায়, এটি কী পরিমাণ তাপ ঘর থেকে অপসারণ করতে পারে।
এক টন এসি মানে হলো ১২ হাজার বিটিইউ/আওয়ার, ১.৫ টন মানে হলো ১৮ হাজার বিটিইউ/আওয়ার।
অর্থাৎ, এক টন বরফ এক ঘণ্টায় একটা ঘরের তাপমাত্রা যতটা ঠাণ্ডা করবে, এক টন এসির কার্যক্ষমতাও একই। তার অর্থ যত বেশি টন মানের এসি; তত বেশি কুলিং ক্ষমতা।

 

কত স্কয়ার ফিটে কত টন এসি লাগবে

পূর্বের হিসাব অনুযায়ী এসি কেনার পূর্বেই ঘরের মাপ জেনে নিতে হবে। ঘরের স্কয়ার ফুটের হিসাব অনুযায়ী এসির টন নির্ভর করে।
কত স্কয়ার ফিটে কত টন এসি লাগবে তার একটি হিসাব নিচে তুলে ধরা হলো। যদিও এটাকে নির্ভুল হিসাবে বলে গন্য করা যাবে না।
বলে রাখা ভালো যে ,এখানে একটি সাধারন হিসাব অনুযায়ী এসির ব্যবহার ও খরচের একটি আনুমানিক ধারনা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
ঘর যদি ১০০ থেকে ১২০ স্কয়ার ফুটের হয়, তাহলে ১ টন এসি যথেষ্ট। ১২০ থেকে ১৫০ স্কয়ার ফুটের ঘরের জন্য প্রয়োজন হবে ১.৫ টন এসি। আর ১৫০ থেকে ২৫০ স্কয়ার ফুট বা তার বেশি আয়তনের ঘরের জন্য প্রয়োজন দুই টন ক্ষমতাসম্পন্ন এসি।
আবার ঘর যদি ২৫১ থেকে ৪০০ স্কয়ার ফুট বা তার থেকে বেশি আয়তনের হয় তাহলে ২.৫ টন বা তার থেকে বেশি টন এসি লাগাতে হবে। এর চেয়ে বেশী আয়তনের জন্য সেন্ট্রাল এসির প্রয়োজন হতে পারে।

 

টন অনুযায়ী এসির বিদ্যুৎ খরচ কত?

প্রথমেই বলে রাখি, স্থান, তাপমাত্রা এবং এসির কারিগরি পার্থক্যের কারনে বিদ্যুৎ বিলের তারতম্য হতে পারে। যেমন, তাপমাত্রা বেশী হলে সহনীয় ঠান্ডা পেতে হলে বেশীক্ষন এসি চালাতে হতে পারে সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের তারতম্য হবে।
আবার এসি ইনভার্টার হলে বিদ্যুৎ বিল কম আসবে। সেক্ষেত্রে নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল বেশী আসবে।
এক টন সক্ষমতার একটি ইনভার্টার এসিতে মাসে বিদ্যুৎ বিল আসে ৮০০ থেকে ৯০০ টাকা, যেখানে একই সক্ষমতার নন-ইনভার্টার এসিতে বিল আসতে পারে ১৫০০ টাকার মতো।
দুই টনে ২২০০ টাকা থেকে ২৪০০ টাকা, আড়াই টনে ২৭০০ টাকা থেকে ২৯০০ টাকা এবং তিন টনে ৪০০০ টাকা থেকে ৪৫০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসতে পারে।
অন্যদিকে নন-ইনভার্টার প্রযুক্তির এসির ক্ষেত্রে দেড় টনে ২০০০ টাকা থেকে ২২০০ টাকা, দুই টনে ৩০০০ টাকা থেকে ৩৫০০ টাকা, আড়াই টনে ৩৫০০ টাকা থেকে ৪০০০ টাকা এবং তিন টনে ৫০০০ টাকা থেকে ৫৫০০ টাকা পর্যন্ত বিল আসতে পারে।

 

পরিশেষে

আমরা ইতিমধ্যেই জেনেছি কত স্কয়ার ফিটে কত টন এসি লাগবে। একসময় বাসা বাড়িতে এসির ব্যবহার আভিজাত্যের উপকরন হিসাবে দেখা হতো।
কিন্তু বর্তমানে বৈশ্বিক উস্নায়ন এর দরুন তাপমাত্রা বৃদ্ধির প্রবনতা ছড়িয়ে পড়েছে। ফলে এখন বাসসা বাড়িতে এসির ব্যবহার একটি সাধারন প্রয়োজন হিসাবে পরিগনিত হচ্ছে।