ফেসবুক প্রোফাইলকে পেজে রূপান্তর

ফেসবুক প্রোফাইলকে সহজে একটি পেজে রূপান্তর করা

তথ্য প্রযুক্তি ফেসবুক
আপনার যদি ৫ হাজার বন্ধু তালিকার একটি ফেসবুক প্রোফাইল থাকে তাহলে সহজেই সেটিকে পেজে রুপান্তর করে ৫ হাজার লাইকের একটি রেডি পেজ পেতে পারেন।আজ আমরা সেটাই জানবো যে কিভাবে একটি ফেসবুক প্রোফাইলকে সহজে একটি পেজে রূপান্তর করা যায়।
তাহলে আসুন স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে ফেসবুক প্রোফাইলকে সহজে একটি পেজে রুপান্তর করা যায়।
ফেসবুক প্রোফাইল বা পেজে ব্লু ব্যাজ কিভাবে যুক্ত করা যায়

ফেসবুক প্রোফাইল ও পেজের মধ্যে পার্থক্য

সাধারনত ফেসবুক প্রোফাইল ৫ হাজার বন্ধু তালিকা তৈরি করার অনুমতি দেয়।ধরে নিলাম আপনার ৫ হাজার বন্ধু তালিকার একটি ফেসবুক প্রোফাইল আছে।
সহজ একটি পদক্ষেপ আপনার এই প্রোফাইলটাকে ফেসবুক পেজে রুপান্তরকরে দিবে।যাতে আপনি আরোও এনালিটিকস ডাটা ও অন্যান্য ফিচারসমূহে প্রবেশাধিকার পান। এর দ্বারা আপনি ফেসবুকে এডস দেওয়ার অধিকার পাবেন।

ফেসবুক প্রোফাইলকে পেজে রুপান্তর কেন করবো

একটি ফেসবুক প্রোফাইলে ৫০০০ এর বেশি ফ্রেন্ড যুক্ত করা সম্ভব হয় না। পাঁচ হাজার বন্ধু হওয়ার পর নতুন ফ্রেন্ড যুক্ত করার জন্য আপনার প্রোফাইল হতে কিছু পুরাতন ফ্রেন্ড বাদ দিতে হবে।
আবারো চালু হয়েছে ফ্রি ফেসবুক ম্যাসেঞ্জার, দেখে নিন কিভাবে
এ ক্ষেত্রে পরিচিত বন্ধু বান্ধবদের ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দেওয়া ভালো দেখায় না বিধায় ৫০০০ ফ্রেন্ড হওয়ার পর সমস্যায় পড়তে হয়।
ফেসবুক প্রোফাইলকে পেজে রূপান্তর
অন্যদিকে ফেসবুক পেজের কোন লিমিটেশন নেই। যত খুশি তত লোক আপনার ফেসবুকে পেজে লাইক ও ফলো করতে পারবে।
যারা আপনার পেজে লাইক ও ফলো করবে, তারা আপনার ফেসবুক পেজের সকল পোস্ট ও একটিভিটি দেখতে পারবে। আপনি ফেসবুক পেজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবেন।
জেনে নিন ফেসবুক থেকে আয় করার একটি সহজ উপায়
কাজেই আপনার ফ্রেন্ড সংখ্যা যদি প্রচুর পরিমানে হয় বা আপনি ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে থাকেন, তাহলে একদিন না একটি ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করে নিতেই হবে।
এ জন্য ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করার নিয়ম সহ কনভার্ট করার পর আপনার ফেসবুকে পেজের কী কী পরিবর্তন হবে, সেটি জেনে নিলে ভবিষ্যতে ফেসবুক পেজে কনভার্ট হতে আপনাকে কোন প্রবলেম ফেস করতে হবে না।

ফেসবুক পেজের কি কি সুবিধা

১। ফেসবুক প্রোফাইলের চাইতে পেজ দেখতে অধিক সুন্দর হয়।
২। ফেসবুক পেজে আনলিমিটেড লাইক ও ফলোয়ার যুক্ত করা যায়।
৩। ফেসবুক পেজের পোস্ট খুব দ্রুত ফেসবুক ফলোয়ারদে কাছে পৌছে।
৪। পেজে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায়।
৫। ফেসবুক পেজের একটিভিটি ও এনগেজমেন্ট এর তথ্য দেখা সম্ভব হয়।
৬। পেজে ও পোস্টে লাইক বাড়ানোর জন্য বুস্ট করতে পারবেন।
৭। ফেসবুক মনিটাইজ করে বিপুল পরিমান টাকা আয় করা যায়।
৮। ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করা সম্ভব হয়।
৯। ফেসবুক Instant Article থেকে টাকা আয় করা যায়।

ফেসবুক প্রোফাইলকে একটি পেজে রূপান্তর করার নিয়ম

এই মুহুর্তে কোন পদক্ষেপ গ্রহন করার আগে আমরা Facebook Terms of Service  ভালভাবে পড়ে নিই।
যাতে কোন ভুল পদক্ষেপে নিজের আইডির এক্সেস হারাতে না হয়।তো অনেক কথা হলো এবার আসুন আসল কাজ শুরু করা যাক।
এখন আমরা একটি ফেসবুক প্রোফাইলকে সহজে একটি পেজে রূপান্তর করার উপায়টি দেখবো।
আপনার Facebook প্রোফাইলকে একটি পৃষ্ঠায় রূপান্তর করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিনঃ
নিজের ফেসবুক আইডির সুরক্ষার জন্য প্রাইভেসী সেটিং এর বিস্তারিত জেনে নিন
প্রথমেই আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগিন করতে হবে,

ফেসবুক প্রোফাইলকে পেজে রূপান্তর

এবার আপনি সরাসরি Create a Facebook Page Base on Your Profile এ যান,
“Get stared” এ ক্লিক করুন,
এবার স্ক্রীনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন,
আপনি আপনার ফেসবুক পেজের জন্য সঠিক বিভাগ টি বাছাই করুন এবং আপনার বন্ধু তালিকার কোন কোন বন্ধু, ফটো এবং ভিডিওগুলি রাখতে চান তা নির্ধারণ করে দিন।সম্পুর্ন নতুন একটি ফেসবুক পেজ তৈরির নিয়ম জানতে পড়ুন
আপনার বাছাইকরা তথ্য গুলো রিভিউ করুন।
“Publish Page when done” সেটিংটি দেখুন,
প্রোফাইল থেকে পেজে রূপান্তরিত হয়ে যাওয়ার পর যদি আপনার পেজটি স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করতে না চান তবে এই সেটিংটি “বন্ধ” করুন।
সবকিছু সঠিক ভাবে পুরন করার পর Create page বাটনে ক্লিক করুন।আপনার ফেসবুক প্রোফাইল এবার পেজে রুপান্তর হয়ে গেছে।
কংগ্রাচুলেশান!!!আপনার নতুন ফেসবুক পেজ রুপান্তর সম্পন্ন হয়েছে।
আপনার নতুন ফেসবুক পেজ উপভোগ করুন!

ফেসবুক প্রোফাইলকে পেজে রূপান্তর করার আরোও উপায়

সরাসরি পিসি থেকে ফেসবুক প্রোফাইলকে একটি বিজনেস পেজে রুপান্তর করার আরোও কিছু উপায় আছে। তারমধ্যে সহজ একটি উপায় ধাপে ধাপে বর্ণনা করা হলো।
ফেসবুকে অলস সময় কাটানোর পাশাপাশি কিভাবে টাকা আয় করা যায়, জানতে চাইলে পড়ুন
বলে রাখা ভালো এই প্রক্রিয়ায় একটি ফেসবুক প্রোফাইলকে পেজে রুপান্তর করার জন্য অবশ্যই একটা পিসি প্রয়োজন হবে। এন্ড্রোয়েড এর ব্রাউজার দিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে না।

প্রথম ধাপ

আপনার কম্পিউটারটি চালু করুন। যেকোন একটি ব্রাউজার দিয়ে ফেসবুক ওয়েবসাইটে  প্রবেশ করি।

দ্বিতীয় ধাপ

আপনার ফেসবুক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।

ফেসবুক প্রোফাইলকে পেজে রূপান্তর

তৃতীয় ধাপ

সফলভাবে লগিন সম্পন্ন হওয়ার পর  Create a Facebook Page Based on Your Profile এ যান।

চতুর্থ ধাপ

Get started এ ক্লিক করে পর্দায় দেখানো নির্দেশনবলী অনুসরন করে আপনার ফেসবুক প্রোফাইলকে পেজে রুপান্তর করয়ে পারেন।
পর্দায় প্রদর্শিত নির্দেশনাবলী সঠিক ভাবে সম্পন করার পর আপনি নতুন একটি ফেসবুক পেজ উপভোগ করতে পারবেন।
বোনাস হিসাবে আপনার প্রোফাইলের ফ্রেন্ড সংখ্যার সমপরিমাণ পেজ লাইক হিসাবে পেয়ে যাবেন।
ধরুন যদি আপনার ফেসবুক প্রোফাইলে ৫ হাজার এর মতো ফ্রেন্ড থাকে তাহলে আপনার প্রোফাইল পেজে কনভার্ট করা মাত্র আপনার প্রোফাইলের ফ্রেন্ডদের লাইক স্বয়ংক্রিয় ভাবে আপনার নতুন পেজে যুক্ত হবে।

ফেসবুক প্রোফাইলকে পেজে রুপান্তর করার সুবিধা

১। আপনার ফেসবুক প্রোফাইলে যত ফ্রেন্ড ও ফলোয়ার আছে, সবগুলো লাইকে পরিনত হবে।
২। ফেসবুকের নামের কোন পরিবর্ত হবে না।
৩। আপনার ফেসবুক প্রোফাইলের লিংক এর কোন পরিবর্তন ঘটবে না।
৪। প্রোফাইল পিকচার যেমন ছিন তেমন থাকবে।
৫। আপনি যাদের সাথে চ্যাট করেছিলেন, তাদের ম্যাসেজ দেখতে পাবেন না।
৬। আপনি সেকল ফেসবুক গ্রুপে জয়েন করেছিলেন, সেগুলো থেকে অটোমেটিক বাদ পড়ে যাবেন।
৭। আপনার প্রোফাইলের সকল পোস্ট, ছবি ও ভিডিও পেজে নিয়ে যেতে পারবেন।
রূপান্তরের পরে আপনার একটি Facebook প্রোফাইল এবং একটি Facebook page উভয়ই থাকবে।আপনি চাইলে দুটি একসাথে চালাতে পারেন।
আপনি হয়তো জানেন একটি নতুন গেসবুক পেজ তৈরি করে সেটা জনপ্রিয় করা বা লাইক সংখ্যা বাড়ানো অনেক কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ব্যাপার।
অথচ আপনি ৫০০০ ফ্রেন্ডের একটি প্রোফাইলকে পেজে রুপান্তর করে নিলে বিনা পরিশ্রমে  নতুন পেজে ৫০০০ লাইক এমনিতেই পেয়ে যাচ্ছেন।

 

পরিশেষে

আপনার ফেসবুক প্রোফাইলকে পেজে রূপান্তর এমন কঠিন কোন কাজ নয়। এজন্য আপনাকে খুব বেশী কিছু করতে হবে না।আপনি শুধু অন স্ক্রীন নির্দেশনাবলী অনুসরন করবেন,ব্যস, একবার আপনি এই সহজ নির্দেশাবলী অনুসরণ করলে আপনি সফল হবেন।