আলাপ এপ উদ্বোধনের সব আয়োজন শেষ হলেও হঠাৎ থেমে গেছে এপটির উদ্বোধন । নতুন বছরে আসার কথা থাকলে আলোর মুখ দেখেনি আলাপ স্মার্ট কলিং এপ । এজন্য হতাশ আইপি কলিং গ্রাহকরা । সবাই ধারনা করেছিল যে হয়ত এই সরাসরি আলাপ এপটি সবার থেকে ভাল সার্ভিস দিবে ।
গোপন সংবাদের ভিত্তিতে জানায় যায় যে, অনেক আইপিটিএসপি চাচ্ছেন না যে এপ টি বাজারে আসুক । কারণ বর্তমানে ৩ টা এপ বাজারে রয়েছে এবং তারা বিভিন্ন সমস্যা ভুগছে । নতুন করে আবার একটা এপ বাজারে আসলে তারা যেমন মুনাফা হারাবেন তেমনি ভাবে গ্রাহকও ।