ল্যাপটপ কেনার কথা ভাবছেন অথচ বাজেটও বেশী নাই,সেক্ষেত্রে ২৫/৩০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ বাছাই করা খুবই কঠিন। আমরা আজ ৩ টি মধ্যম বাজেটের ল্যাপটপ নিয়ে আলোচনা করবো যেগুলোর দাম ২৫/৩০ হাজার টাকার মধ্যে।
কম বেশী সব দামেই ল্যাপটপ পাওয়া যায় এটা সত্যি কিন্তু পছন্দসই কনফিগারেশন দেখে নিতে গেলে বাজেট অনেক বড় হয়ে যায়।হাই কনফিগারেশন না হলেও মোটামুটি মধ্যম মানের ল্যাপটপ কিনতে গেলে ২৫/৩০ হাজার টাকা কিছুই না।
আইফোন প্রেমীদের জন্য সুখবর
তাই অনেকে ২৫/৩০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ কিনতে গিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে যান কোনটা কিনবেন ঠিক বুঝে উঠতে পারেন না।কনফিগারেশন দেখতে গেলে দামে কুলায় না,আবার দাম দেখলে কনফিগারেশন নিম্ন মানের হয়ে যায়,তাদের জন্যই আজকের এই পোষ্ট।
স্বপ্নের এপেল আইফোন ৭ প্লাসের দাম ও ফুল স্পেসিফিকেশন দেখে নিন
তো আসুন দেখে নেওয়া যাক ২৫/৩০ হাজার টাকার মধ্যে কিছু লাপটপের বিবরনঃ-
এইচপি ১৫ ডিএ০০২৪টিইউ HP 15 DA0024TU
বিশ্ব খ্যাত ল্যাপটপ নির্মাতা প্রতিষ্টান এইচপির ১৫ ডিএ০০২৪টিইউ ল্যাপটপটি পাবেন ২৮ হাজার টাকার মধ্যে।
ডায়াগনাল এইচডি এসভিএ ব্রাইটভিউ মাইক্রো এডজ ডব্লিউ এলইডি ব্যাকলিট ডিসপ্লের সাইজ ১৫.৬ ইঞ্চি।
HP 15 DA0024TU ল্যাপটপটি চলবে জেনুইন উইন্ডোজ ১০ দিয়ে।যার প্রসেসর হলো ইন্টেল পিকিউসি এন৫০০০ প্রসেসরটি ১.২-২.৭ গিগা হারটজ।
যার র্যাম হলো ৪ জিবি, ডিডিআর ৪।এটির স্টোরেজ ক্ষমতা হলো ৫০০ জিবি এইচডিডি,৫৪০০ আরপিএম সাটা।
এতে ইন্টেল ইউএইচডি গ্রাফিকস ৬০৫ জিপিইউ আছে এবং এইচপি ট্রুভিশন এইচডি ক্যামেরা আছে ওয়েবক্যাম হিসাবে।
আপনি কি আইফোন প্রেমী, তাহলে আইফোন ১২ প্রো ম্যাক্স এর বিস্তারিত জানতে নিচের লেখাটি পড়ুন,
এর ব্যাটারী হলো ৩ সেল, ৪১ ডব্লিউএইচ লিথিয়াম আয়ন। যা দীর্ঘ ক্ষন ধরে ল্যাপটপটি চলার নিশ্চয়তা দিয়ে থাকে।
ল্যাপটপটি সম্পর্কে আরোও জানতে ভিজিট করুন এইচপির ওয়েবসাইট
আসুস ই২০৩এমএএইচ Asus E203MAH
মধ্যম বাজেটের কথা মাথায় রেখে ল্যাপটপ নির্মাতা প্রতিষ্টান আসুস বানিয়েছে তাদের আসুস ই২০৩এমএএইচ ল্যাপটপটি।
আমাদের দেশের বাজারে Asus E203MAH মোটামুটি ২৯ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
ল্যাপটপ চলবে এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে,বিশ্বাস হয় না,নিজেই দেখে নিন
১১.৬ ইঞ্চি সাইজের ল্যাপটপটির ওজন মাত্র ৯৮০ গ্রাম। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে এটি।
Asus E203MAH ল্যাপটপটিতে ইন্টেল পেন্টিয়াম সিলভার এন৫০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।যার র্যাম হলো ৪ জিবি এলপিডিডিআর৪ ২৪০০ মেগা হার্টজ
এর স্টোরেজ ক্ষমতা হলো ৫০০ জিবি, ৫৪০০ আরপিএম এইচডিডি সাটা।
৩ সেল ৪২ ডব্লিউ পলিমার ব্যাটারী দিবে প্রায় ১০ ঘন্টার ব্যাক আপ।তাই এই ল্যাপটপটি নিয়ে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
অবশ্য আসুস ই২০৩এমএএইচ ল্যাপটপটিতে ওয়েবক্যাম হিসাবে ভিজিএ ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
বিস্তারিত আসুস এর সাইট থেকে জেনে নিতে পারেন।
লেনোভো আইডিয়া প্যাড এস১৪৫ Lenovo Idea Pad S145
ল্যাপটপের জগতে লেনোভো এক অন্যন্য নাম।এবার লেনোভো এনেছে মধ্যম বাজেটের একটি ল্যাপটপ।যার নাম হলো লেনোভো আইডিয়া প্যাড এস১৪৫।
২৬ হাজার টাকার মধ্যে Lenovo Idea Pad S145 বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
৩৯.৬২ সেমি বা ১৫.৬ ইঞ্চির এফএইচডি টিএন এন্টি গ্লারি ডিসপ্লের ল্যাপটপটি দেখতে খুব সুন্দর।
থানায় যেতে হবে না জিডি করতে, ঘরে বসে করুন online gd
এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই-৩ ৭০২০ইউ প্রসেসর এবং রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিকস প্রসেসর।
আসুস আইডিয়া প্যাড এস১৪৫ এর র্যাম হলো ৪ জিবি পিসি৪ ১৭০০০ ডিডিআর৪ ২১৩৩ মেগা হারটজ।
আর Lenovo Idea Pad S145 ল্যাপটপটিতে মেমোরী স্টোরেজ ক্ষমতা হলো ১ টিবি ৫৪০০। এর ইন্টিগ্রেডেড ৫ ডব্লিউএইচ ব্যাটারীতে মিলবে অনেক ক্ষন ধরে ব্যাক আপের নিশ্চয়তা।
০.৩ মেগা পিক্সেল ক্যামেরা থাকছে এর ওয়েবক্যাম হিসাবে।
ল্যাপটপটির ওজন হলো ১.৮৫ গ্রাম।
লেনোভোর সাইট থেকে আরোও জানতে পারেন।
শেষকথা
মূলত একটা ল্যাপটপ কেনার সময় অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয়।যেমন,এর ফুল এইচডি ডিসপ্লে বা ব্যাটারী কার্যক্ষমতা অথবা এর মেমোরী স্টোরেজ ক্ষমতা ইত্যাদি।
সবদিক খেয়াল রেখে ২৫/৩০ হাজার টাকার ল্যাপটপ নির্বাচন করা একটু কঠিন ব্যাপারই বটে। সেই দিক থেকে উপরোক্ত মডেলের ল্যাপটপ গুলো আপনার চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করি।
Comments are closed.