আম্বার আইটি আইপি কলিং এপ এখন খুবই জনপ্রিয় এপ । মার্কেটের আসার পরপরই এতটা সাড়া পায়নি যতটা পেয়েছে তাদের কল রেট কমানোর পর । বর্তমানে তাদের কল রেট ৩০ পয়সা সাথে ভ্যাট । যদিও এমন কলরেটে আরও কিছু অপারেটর দিয়ে থাকে ।
আকাশ ডিটিএইচের বিস্তারিত জানতে দেখে নিন,
সম্প্রতি আম্বার এপটি গুগলে সার্চ তালিকায় প্রথম স্থান জায়গা করে নিয়েছে । আপনি যদি আইপি কলিং এপ লিখে গুগলে সার্চ করেন তাহলে আইপি কলিং এপটি সবার প্রথমে চলে আসবে ।
এবার এসে গেল মোবাইলে আনলিমিটেড ডাটা সার্ভিস
শুধু কি এতটুকুর জন্যই আম্বার আইটি সেরা? মোটেও নয় । অন্য আইপিটিএসপি যখন সন্ধ্যার পর কল ডেলিভারি করতে সমস্যায় পরে যায় । রাতে হাজার বার চেষ্টা করার পর একবার কল যায় । ঠিক তখনই আম্বার আইটি কোনো ধরনের সমস্যা ছাড়াই ২৪ ঘণ্টা সার্ভিস দিয়ে যাচ্ছে ।
ধারণা করে নেওয়া হচ্ছে ২০২২ সাল নাগাদ আম্বার আইপি কলিং গ্রাহকদের একটা বড় অংশ দখল করে নিবে । সেই সাথে মার্কেটে টিকে থাকতে পারবে ।