আপনার সন্তানের জন্ম সনদ সঠিক ভাবে সম্পন্ন হয়েছে কি না বা কোন ভূল ভ্রান্তি আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps টির কোন বিকল্প নেই।
বর্তমানে বাংলাদেশের আইন অনুযায়ী শিশু ভুমিষ্ট হবার পর তার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি সঠিক ভাবে জন্ম নিবন্ধন করা না হলে জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে।
তাছাড়া শিশু বেড়ে উঠার প্রতিটি ধাপে ধাপে এই জন্ম নিবন্ধন সনদটির প্রয়োজন পড়বে।
তাই আজকের পোষ্টে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps ব্যবহার করে আপনার শিশুর জন্ম নিবন্ধন যাচাই করে দেখার পদ্ধতির বিস্তারিত বিবরন দেওয়া হবে।
জিডি করতে আর যেতে হবে না থানায়
জন্ম নিবন্ধন কেন করতে হবে
জন্মের পর শিশুর জন্ম নিবন্ধনের তথ্য মোতাবেক পরবর্তীতে স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি, ভোটার আইডি তৈরির সময় জন্ম নিবন্ধন অবশ্যই প্রয়োজন হবে।
এছাড়াও নানা ধরনের রাষ্টীয় সুবিধা পেতে হলে জন্ম নিবন্ধন সনদ থাকা আবশ্যক।
জন্ম নিবন্ধন যাচাই
প্রতিটি শিশুর জন্মের পর তা সরকারীভাবে নথিভুক্ত করার প্রক্রিয়ায় হলো জন্ম নিবন্ধন। বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে অনলাইনে নবজাতক শিশুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক।
জন্ম নিবন্ধন সনদ পত্রে শিশুর যাবতীয় তথ্য লিপিবদ্ধ থাকে। প্রতিটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অফিসে শিশুর জন্ম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
বৃদ্ধ বয়সের ভোগান্তি দুর করতে সরকার এনেছে সর্বজনীন পেনশন কর্মসূচি
সর্বজনীন পেনশন কর্মসূচি, যেভাবে অনলাইনে নিবন্ধন করবেন
জন্ম নিবন্ধন যাচাইয়ের প্রয়োজনীয়তা
জন্মের সময় তাড়াহুড়ো বা অসাবধানতা বশত জন্ম নিবন্ধনে কিছু তথ্যগত ভূল হয়ে থাকে।
যা পরবর্তীতে যাচাই করা যায়। অনলাইন ডাটাবেজের কল্যানে যে কেউ ঘরে বসেই জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এর মাধ্যমে সকল তথ্য যাচাই করতে পারে। যাতে পূর্বের ভূল সংশোধন করা যায়।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps
অনলাইন ভিত্তিক জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় খুব সহজেই কয়েকটি ধাপের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করা যায়।
এজন্য বাংলাদেশ সরকারের জন্ম নিবন্ধন যাচাই অনলাইন application টি ব্যবহার করতে পারেন।
যাচাই প্রক্রিয়াটি খুব সহজ ৪ টি ধাপ অনুসরণ করে সম্পন্ন করা যায়। যাতে নিশ্চিত হওয়া যায় আপনার সন্তানের জন্ম নিবন্ধন সঠিক ভাবে নির্ভূল তথ্য দিয়ে পূরন করা হয়েছে কি না।
কোন অযাচিত ভূল ভ্রান্তি থাকলে তা শুধরে নেওয়ার সুযোগ থাকে। যাতে পরবর্তীতে আপনার সন্তানের জন্ম নিবন্ধন বিষয়ক কোন বিড়ম্বনায় পড়তে না হয়।
যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উক্ত জন্ম সনদের রেজিষ্টেশন নম্বর ও জন্ম তারিখ জানতে হবে।
এই দুটি তথ্য আপনার জানা থাকে খুব সহজেই আপনি জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps টির মাধ্যমে আপনার সন্তানের জন্ম সনদের সকল তথ্যাদি যাচাই করে নিতে পারবেন।
এজন্য আপনাকে সহজ চারটি ধাপ অনুসরণ করতে হবে। নিম্নে স্ক্রিনশর্ট সহ ৪ টি ধাপের বিবরণ তুলে ধরা হলো।
জন্ম নিবন্ধন যাচাইয়ের ১ম ধাপ
প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এ প্রবেশ করতে হবে। যেকোন ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন https://everify.bdris.gov.bd/
অথবা সরাসরি জন্ম নিবন্ধন অনলাইন application লিংকে ক্লিক করতে হবে। এবার উপরের ছবির ন্যায় apps টি দেখতে পাবেন।
জন্ম নিবন্ধন যাচাইয়ের ২য় ধাপ
এই ধাপে আপনাকে Birth Registration number বক্সে জন্ম সনদে উল্লেখিত রেজিষ্ট্রেশন নম্বরটি সঠিকভাবে বসাতে হবে,
নীচের Date Of Birth বক্সে জন্ম তারিখ বসাতে হবে।
জন্ম নিবন্ধন যাচাইয়ের ৩য় ধাপ
এবার আপনাকে একটা ক্যাপচা পাস করতে হবে, উদাহরন সরুপ ২ টি সংখ্যা দেওয়া থাকবে,
সংখ্যা দুটির যোগফল This Answer is বক্সে সঠিকভাবে উত্তর দিতে হবে।
জন্ম নিবন্ধন যাচাইয়ের সর্বশেষ ধাপ (৪র্থ ধাপ)
সর্বশেষ বা ৪র্থ ধাপে আপনাকে Search বাটনে ক্লিক করতে হবে।
আপনার প্রদানকৃত তথ্যগুলো সঠিক হলে কিছুক্ষন পর আপনি সেই জন্ম সনদের যাবতীয় তথ্য দেখতে পাবেন।
আর যদি আপনার দেওয়া তথ্যে ভূল থাকে অথবা আপনার সন্ধানকৃত জন্ম সনদটি অনলাইনে হালনাগাদ করা না হয়ে থাকে তাহলে আপনি “This page is not Found ” ম্যাসেজ দেখতে পাবেন।
এবার আপনি সনদে থাকা তথ্যগুলো যাচাই বাছাই করে ভূল বা অসংগতি গুলো খুজে বের করতে পারবেন। যাতে সেগুলো সংশোধন করে নিতে পারেন।
এছাড়াও আপনি যাচাই কপিটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন অথবা সরাসরি প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন।
উপসংহার
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক application টি ব্যবহার করে যেকোন সেবা গ্রহনে কোন প্রকার ফি দেওয়ার প্রয়োজন পড়ে না । এই সেবাগুলো একেবারে বিনামূল্যে পাবেন।
Comments are closed.