কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি ও গ্রুপ (বাংলাদেশ সময় অনুযায়ী)

ফুটবল স্পোর্টস
অবশেষে প্রকাশিত হলো দক্ষিন আমেরিকার সর্ব্বোচ ফুটবল আসর কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি। এই পোষ্টে বাংলাদেশ সময় অনুযায়ী গ্রুপ ও ফিক্সচার দেওয়া হলো।
২০ জুন থেকে মার্কিন যুক্ত্ররাষ্ট্রে শুরু হচ্ছে দক্ষিন আমেরিকার আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা কাপ ২০২৪।
t20 ক্রিকেট বিশ্বকাপের ফিক্সচার
উল্লেখ্য যে, এটি কোপা আমেরিকার ৪৮ তম আসর। এই আসরে দক্ষিন আমেরিকার (কনমেবল) ১০ দল ও ,মধ্য আমেরিকার (কনকাফাক) অঞ্চলের ৬ টি দল সহ মোট ১৬ টি দল ৪ টি গ্রুপে ভাগ হয়ে একে অপরের মোকাবিলা করবে।

২০ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম প্লে অফ থেকে উঠে আসা কানাডার ম্যাচ দিয়ে কোপা আমেরিকা কাপ শুরু হবে। গ্রুপ পর্বের ম্যাচ চলবে ২ জুলাই পর্যন্ত।
দেখে নিন আইপিএল ২০২৪ এর পয়েন্ট টেবিল
কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই।

কোপা আমেরিকা ২০২৪ এর আয়োজক

২০১৬ সালে মার্কিন যুক্ত্ররাষ্ট্র শতবর্ষী কোপা আমেরিকা কাপ সফল আয়োজন সম্পন্ন করার পর এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্টিতব্য দ্বিতীয়তম আসর।
কাতার বিশ্বকাপ ফুটবলের ফিক্সচার
১৪ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে।  ২৬ দিন ব্যাপি চলবে আঞ্চলিক ফুটবলের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
দেখে নিন কারা খেলবে টি২০ ক্রিকেট বিসশ্বকাপ ২০২৪
দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন এই চতুর্বার্ষিকী পুরুষদের আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ আয়োজন করে থাকে।

কোপা আমেরিকা ২০২৪ এর গ্রুপ সমূহ

এ, বি, সি ও ডি এভাবে মোট ৪ গ্রুপে ৪ টি করে দল পরস্পরের মোকাবিলা করবে। প্রতিটি গ্ররুপ থেকে শীর্ষ ২ টি করে দল পরবর্তীতে নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
‘এ’ গ্রুপের গ্রুপ অব ডেথে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বেই মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর পয়েন্ট টেবিল
সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছেনা ব্রাজিলও। গ্রুপ ‘ডি’তে কলম্বিয়া এবং প্যারাগুয়ের মত প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের।

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

গ্রুপ “এ”

আর্জেন্টিনা
পেরু
চিলি
কানাডা

গ্রুপ “বি”

মেক্সিকো
ইকুয়েডর
ভেনেজুয়েলা
জ্যামাইকা

গ্রুপ “সি”

মার্কিন যুক্তরাষ্ট্র
পানামা
উরুগুয়ে
বলিভিয়া

গ্রুপ “ডি”

ব্রাজিল
কলাম্বিয়া
প্যারাগুয়ে
কোস্টারিকা

কোপা আমেরিকা কাপের গ্রুপ পর্ব

গ্রুপ পর্বে প্রতিটি দল পরস্পরের মোকাবিলা করবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ ২ টি দল পরবর্তীতে নক আউট পর্বে খেলবে।
প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হয়েছিল:
  • যেসকল দলের পয়েন্ট সমান হবে, তাদের ম্যাচে পয়েন্ট বিবেচ্য হবে।
  • যেসকল দলের পয়েন্ট সমান হবে, তাদের গোল পার্থক্য ব্যবধান করে দিবে।
  • যেসকল দলের পয়েন্ট সমান হবে, তাদের গোল সংখ্যা পার্থক্য নির্নয় করে দিবে।
  • গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের মধ্যকার ম্যাচে পয়েন্ট।
  • গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল পার্থক্য বিবেচ্য হবে।
  • গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল সংখ্যা।
  • যদি উপরে সকল হেড-টু-হেড মানদণ্ড প্রয়োগ করার পরও দলগুলো সমতায় থাকে, তবে উপরের সকল হেড-টু-হেড মানদণ্ড শুধুমাত্র উক্ত দলগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হবে।
  • গ্রুপ পর্বের সকল ম্যাচে গোল পার্থক্য।
  • গ্রুপ পর্বের সকল ম্যাচে গোল সংখ্যা।
  • সকল মানদন্ড মিলে গেলে সর্বশেষে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারন হবে।।

নকআউট পর্ব

ফাইনালে, ৯০ মিনিটের পর ফলাফল সমান হলে, ১৫ মিনিটের দুটি অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও সমতা থাকলে ম্যাচের সিদ্ধান্ত হবে পেনাল্টি শুটআউটের মাধ্যমে।
নকআউট পর্বের অন্য সব ম্যাচে (কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং তৃতীয়স্থান প্লে-অফ) কোনো অতিরিক্ত সময় খেলা হবে না এবং কোনো ড্র পেনাল্টির মাধ্যমে সমাধান করা হবে।

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

মোট ১৪ টি ভেন্যুতে অনুষ্টিত হতে যাওয়া এই টুর্নামেন্টে সবমিলিয়ে ৩২ টি ম্যাচ অনুষ্টিত হবে। আগেই জানানো হয়েছে কোপা আমেরিকা ২০২৪ এর আয়োজক মার্কিন যুক্তরাষ্ট। বিধায় কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি বাংলাদেশ সময়ের ব্যবধান থাকবে। এজন্য তারিখের হেরফের লক্ষনীয়।

 

গ্রুপ পর্ব

তারিখ
সময়
ম্যাচ
ভেন্যু
২১ জুন
সকাল ৬টা
আর্জেন্টিনা-কানাডা
আটলান্টা
২২ জুন
সকাল ৬টা
পেরু-চিলি
আর্লিংটন
২৩ জুন
ভোর ৪টা
ইকুয়েডর-ভেনেজুয়েলা
সান্তা ক্লারা
২৩ জুন
সকাল ৭টা
মেক্সিকো-জ্যামাইকা
হিউস্টন
২৪ জুন
ভোর ৪টা
যুক্তরাষ্ট্র-বলিভিয়া
আর্লিংটন
২৪ জুন
সকাল ৭টা
উরুগুয়ে-পানামা
মায়ামি গার্ডেন্স
২৫ জুন
ভোর ৪টা
কলম্বিয়া-প্যারাগুয়ে
হিউস্টন
২৫ জুন
সকাল ৭টা
ব্রাজিল-কোস্টারিকা
ইঙ্গেলউড
২৬ জুন
ভোর ৪টা
পেরু-কানাডা
কানসাস সিটি
২৬ জুন
সকাল ৭টা
আর্জেন্টিনা-চিলি
ইস্ট রাদারফোর্ড
২৭ জুন
ভোর ৪টা
ইকুয়েডর-জ্যামাইকা
লাস ভেগাস
২৭ জুন
সকাল ৭টা
ভেনেজুয়েলা-মেক্সিকো
ইঙ্গেলউড
২৮ জুন
ভোর ৪টা
পানামা-যুক্তরাষ্ট্র
আটলান্টা
২৮ জুন
সকাল ৭টা
উরুগুয়ে-বলিভিয়া
ইস্ট রাদারফোর্ড
২৯ জুন
ভোর ৪টা
কলম্বিয়া-কোস্টারিকা
গ্লেনডেল
২৯ জুন
সকাল ৭টা
ব্রাজিল-প্যারাগুয়ে
লাস ভেগাস
৩০ জুন
সকাল ৬টা
আর্জেন্টিনা-পেরু
মায়ামি গার্ডেন্স
৩০ জুন
সকাল ৬টা
কানাডা-চিলি
অরল্যান্ডো
১ জুলাই
সকাল ৬টা
মেক্সিকো-ইকুয়েডর
গ্লেনডেল
১ জুলাই
সকাল ৬টা
জ্যামাইকা-ভেনেজুয়েলা
অস্টিন
২ জুলাই
সকাল ৭টা
বলিভিয়া-পানামা
অরল্যান্ডো
২ জুলাই
সকাল ৭টা
যুক্তরাষ্ট্র-উরুগুয়ে
কানসাস সিটি
৩ জুলাই
সকাল ৭টা
ব্রাজিল-কলম্বিয়া
সান্তা ক্লারা
৩ জুলাই
সকাল ৭টা
কোস্টারিকা-প্যারাগুয়ে
অস্টিন

 

নক আউট পর্ব

কোয়াটার ফাইনাল

৫ জুলাই
সকাল ৭টা
এ১-বি২
হিউস্টন
৬ জুলাই
সকাল ৭টা
বি১-এ২
আর্লিংটন
৭ জুলাই
ভোর ৪টা
সি১-ডি২
লাস ভেগাস
৭ জুলাই
সকাল ৭টা
ডি১-সি২
গ্লেনডেল

 

সেমি ফাইনাল

১০ জুলাই
সকাল ৬টা
প্রথম কোয়ার্টার ফাইনাল জয়ী-দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী
ইস্ট রাদারফোর্ড
১১ জুলাই
সকাল ৬টা
তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী-চতুর্থ কোয়ার্টার ফাইনাল জয়ী
শার্লট

 

তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ

১৪ জুলাই
সকাল ৬টা
দুই সেমিফাইনালের পরাজিত দল
শার্লট

 

ফাইনাল

১৫ জুলাই
সকাল ৬টা
দুই সেমিফাইনালের জয়ী দল
মায়ামি গার্ডেন্স

 

উপরে উল্লেখিত কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী তৈরি করা হয়েছে। সুতরাং আমেরিকার সময় এবং বাংলাদেশের সময়ের পার্থক্য বিবেচনা করে তারিখ নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।
এ বিষয়ে আরোও বিস্তারিত তথ্যের জন্য সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন এর কোপা আমেরিকার ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।