২০২২ সালের t20 world cup এর পারফরমেন্স, র্্যাংকিং এবং মহাদেশীয় বাছাইপর্বের গন্ডি পেরিয়ে বেরিয়ে এলো আসন্ন টি ২০ বিশ্বকাপের ২০ দল।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর পূর্নাঙ্গ পয়েন্ট টেবিল
স্বাগতিক হিসাবে যুক্ত্ররাষ্ট এবং ওয়েষ্ট ইন্ডিজ ও বর্তমান র্্যাংকিং এর শীর্ষ ১০ দল ছাড়াও বাছাইপর্ব থেকে উঠে আসা ৮ দলসহ মোট ২০ দলের এই মহারণ শুরু হবে ২০২৪ সালের ৪ জুন থেকে ৩০ জুন।
দেখে নিন সদ্য সমাপ্ত ২০২৩ বিশ্বকাপের পয়েন্ট টেবিল
আসন্ন t20worldcup 2024 এর সবচেয়ে বড় চমক হলো ইতিহাস গড়ে বাছাইপর্ব থেকে উঠে আসা উগান্ডা।
ফুটবলের মতো ক্রিকেট খেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবার আইসিসি বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নেয়।সেই মোতাবেক এবারের টি ২০ বিশ্বকাপের ২০ টি দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়।
T20 worldcup 2024 এর গ্রুপ ,ফিক্সচার ও বিস্তারিত
বিগত ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় t20 worldcup হয়েছিল মাত্র ১২ টি দল নিয়ে।
সেই টুর্নামেন্টে ইংল্যান্ড দল দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর পয়েন্ট টেবিল
২০২২ সালের t20 world cup এর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে পাকিস্তান ক্রিকেট দল।
২০ টি দল মোট ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডে খেলবে। প্রতিটি গ্রুপে ৫ টি করে দল খেলবে।
প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ ২ টি করে দল নিয়ে জমে উঠবে সুপার এইটের খেলা।
সুপার এইটের থেকে উঠে আসা শীর্ষ ৪ দল আবারও ২ টি গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে লড়াই করবে ফাইনালের টিকিট পেতে।
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪
টি ২০ বিশ্বকাপের ২০ দলের নাম
স্বাগতিক হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও ওয়েষ্ট ইন্ডিজ সরাসরি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
গত বিশ্বকাপের পারফরমেন্স ও র্্যাংকিং বিবেচনায় খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলংকা, আফগানিস্থান ও বাংলাদেশ।
কোপা আমেরিকা কাপ ২০২৪ এর ফুল ফিক্সচার (বাংলাদেশ সময় অনুযায়ী)
এছাড়া মহাদেশীয় বাছাইপর্ব থেকে উঠে আসা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, পাপুয়া নিউগিনি, নেপাল, ওমান, নামিবিয়া ও উগান্ডা এবারের টি ২০ বিশ্বকাপ ২০২৪ খেলার যোগ্যতা অর্জন করেছে।
এক ঝলকে টি ২০ বিশ্বকাপের ২০ দল
মার্কিন যুক্তরাষ্ট্র (USA), ওয়েষ্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, পাপুয়া নিউগিনি, নেপাল, ওমান, নামিবিয়া, উগান্ডা।
টি ২০ বিশ্বকাপ ২০২৪
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েষ্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া t20 world cup 2024 হবে নবম তম আসর। এবারই প্রথম যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্টিত হবে।
এই টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা হবে ৫৫ টি। ৪ জুন ২০২৪ এ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টি ২০ বিশ্বকাপের যাত্রা শুরু করে ৩০ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র এর চারটি ভেন্যু, যার মধ্যে ফোর্ট লডারডেল (সেন্ট্রাল ব্রাউয়ার্ড পার্ক), মরিসভিলে (চার্চ স্ট্রীট পার্ক), ডালাস (গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম) এবং নিউ ইয়র্ক (ভ্যান কর্টল্যান্ড পার্ক); ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ১০টি ভেন্যুতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
টি ২০ বিশ্বকাপের ২০ দল, ভেন্যু ও অন্যান্য তথ্য বিস্তারিত জানতে আইসিসির নিজস্ব ওয়েবসাইট ভিজিট করতে পারেন।