IPL Points Table

ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ IPL Points Table 2024

Indiam Premium Leage IPL Points Table স্পোর্টস
আয়োজক ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর তত্ত্বাবধানে ২২ মার্চ থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় ফ্যাঞ্চাইজি লীগটি শেষ হবে ২৬ মে ২০২৪। এই পোষ্টের মাধ্যমে IPL Points Table ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর পূর্নাঙ্গ পয়েন্ট টেবিল
সবে মাত্র শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ ২০২৪। এটি আইপিএলের ১৭ তম আসর, যা টাটা আইপিএল নামে পরিচিত।
২০২৪ টি২০ বিশ্বকাপের ২০ দল দেখে নিন
আয়োজক ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর তত্ত্বাবধানে বর্তমান শিরোপাধারী ও এবারের আসরের সিরোপার অন্যতম দাবীদার চেন্নাই সুপার কিংস সহ মোট ১০ টি দল ২ টি গ্রুপে বিভক্ত হয়ে পরস্পরের মোকাবিলা করবে।
আইপিএল (IPL) কে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাঞ্চাইজি ভিত্তিক T20 ক্রিকেট টুর্নামেন্ট হিসাবে ধরা হয়।
তাইতো খেলোয়ার, কোচ, ধারাভাষ্যকার হিসাবে বিশ্বের নামীদামি ক্রিকেটারদের পদচারনায় পুরো ভারত মুখরিত হয়ে আছে।
কোপা আমেরিকা কাপ ২০২৪ এর ফুল ফিক্সচার (বাংলাদেশ সময় অনুযায়ী)
তাইতো প্রতিটি দল ৪/৫ করে ম্যাচ খেলতে না খেলতেই পুরো ক্রিকেট বিশ্ব IPL Points Table এর দিকে তাকিয়ে আছে।
বিশেষ করে ক্রিকেটের রাজপুত্র খ্যাত মাহেন্দ্র সিং ধোনির ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের প্রতি স্পটলাইটটা একটু বেশীই পড়েছে।
কারন এই দলে খেলছে ক্রিকেট বিশ্বে দ্যা ফিজ উপাধি পাওয়া বাংলাদেশের ফাস্ট বোলার কাটারমাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। দ্যা ফিজের IPL এ সাম্প্রতিক পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসকে সর্ব্বোচ্চ ৬ তম বারের মতো শিরোপা জেতার হাতছানি দিচ্ছে।
২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের পয়েন্ট টেবিল

আইপিএল (Ipl Groups) এ কোন গ্রুপে কোন দল

মোট ১০ টি দল A এবং B গ্রুপে বিভক্ত। প্রতিটি দল অন্য গ্রুপের (হোম এবং অ্যাওয়ে) ৫টি দলের বিরুদ্ধে দুবার এবং তার গ্রুপের চারটি দলের বিরুদ্ধে একবার খেলবে। সব দল ৭টি হোম এবং ৭টি অ্যাওয়ে ম্যাচ খেলবে।

গ্রুপ A

মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস, দিল্লি ক্যাপিটালস, লক্ষনৌ সুপার জায়ান্ট।

গ্রুপ B

চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়েল চ্যাল্যাঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটানস।
কাতার বিশ্বকাপ ফূটবলের ফিক্সচার

IPL Points Table এর ধরন

গ্রুপ পর্ব শেষে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে শীর্ষ ৪টি দল প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করে।
এই পর্যায়ে, IPL Points Table এর শীর্ষ দুটি দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে,  (“কোয়ালিফায়ার ১” শিরোনামের একটি ম্যাচে), বাকি দুটি দল (“এলিমিনেটর” শিরোনামের একটি ম্যাচে)। কোয়ালিফায়ার ১ এর বিজয়ী সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।
পরাজিত দলটি এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সাথে খেলে ফাইনাল ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করার আরেকটি সুযোগ পাবে।
এই ম্যাচের শিরোনাম কোয়ালিফায়ার ২। এরপর পরবর্তী কোয়ালিফায়ার ২ ম্যাচের বিজয়ী ফাইনাল ম্যাচে চলে যাবে।  ফাইনাল ম্যাচে জয়ী দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা অর্জন করবে।

 

2024 T20 world cup এর পুর্নাঙ্গ ফিক্সচার

IPL Points Table 2024

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪
প্রতিদিনের খেলা শেষে IPL Points Table টি হাল নাগাদ করা হয়।

 

বিস্তারিত জানার জন্য Ipl official website ভিজিট করুন ।