ICC T20 বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। আমরা পেয়ে গেছি সুপার এইটের ৮ টি দল। তাই আজকের পোষ্টে গ্রুপ পর্বের পরিসংখ্যান ও সুপার এইটের সময়সূচি নিয়ে হাজির হয়েছি।
প্রথমেই বলে রাখি এবারের টি ২০ বিশ্বকাপের সবচেয়ে বড় চমক প্রথম বার বিশ্বকাপ খেলতে আসা এবং এই আসরের যৌথ আয়োজক নবাগত আমেরিকা।
দেখে নিন গ্রুপ পর্বের পয়েন্ট টেবিল
তারা রীতিমতো চমক দেখিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে। সুপার এইটের বিস্তারিত আলোচনায় পরে আসছি।আসুন প্রথমেই দেখে নিই গ্রুপ পর্বে সেরা পারফরমারদের কিছু পরিসংখ্যান।
গ্রুপ পর্বের পরিসংখ্যান
ক্রিকেটকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে আইসিসির পূর্ন সদস্য ১২ টি দলের সাথে বাছাইপর্বের মাধ্যমে আরোও ৮ টি দলকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।
নতুন দলের সাথে সাথে উঠে এসেছে নতুন নতুন পারফরমার। সেরাদের সেরার মাঝে থেকে উঠে এসসেছে কিছু আনকোরা নতুন মুখ। যারা পারফরমেন্স দিয়ে বিশ্বকে নিজেদের জাত চিনিয়েছে।
সর্বোচ্চ রান
এবারের টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৪ ম্যাচে ব্যাট করে সর্বাধিক ১৬৭ রান করেছেন আফগানিস্থানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তার স্ট্রাইকরেট ১৫০.৪৫। ১৬৪ রান করে দ্বিতীয়স্থানে আছেন ওয়েষ্ট ইন্ডিজের নিকোলাস পুরান।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
আফগানিস্থানের বিরুদ্ধে ১ ইনিংসে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেন ওয়েষ্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান। অখ্যাত আমেরিকার এরন জোনস কানাডার বিপক্ষে ইনিংসে ৯৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে আছেন।
ব্যক্তিগত হাফ সেঞ্চুরী
২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে ৪ টি করে ম্যাচ খেলে ব্যক্তিগত ২ টি করে হাফ সেঞ্চুরী করেন আফগানিস্থানের রহমানউল্লাহ গুরবাজ ও স্কটল্যান্ডের ম্যাকমুলেন।অপরদিকে ৩ ইনিংস ব্যাটিং করে ২ টি হাফ সেঞ্চুরী করেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।
সর্বোচ্চ উইকেট শিকারী
গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকাররীর তালিকায় আছেন আরেক আফগান ক্রিকেটার। আফগানিস্থানেরর ফজল হক ফারুকী ৪ ম্যাচ খেলে ৫.৫৮ ইকোনমিতে পেয়েছেন ১২ টি উইকেট।
শীর্ষ পাচের বাকী ৪ বোলারর পেয়েছেন ৯ টি করে উইকেট। ৯ উইকেট পাওয়ার তালিকায় আছেন একমাত্র বাংলাদেশী বোলার তানজিদ সাকিব।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ সুপার এইটের সময়সূচি
গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দলকে সুপার এইট পর্বে চারটি করে দল মোট দুটি গ্রুপে রাখা হবে। এটি একক রাউন্ড-রবিন হিসাবে খেলা হবে, যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল নকআউট পর্বে অগ্রসর হবে।
টুর্নামেন্টের আগে, আইসিসি সুপার এইট পর্বের জন্য আটটি সিডপ্রাপ্ত দল ঘোষণা করেছিল — অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
যদি তারা গ্রুপ পর্ব থেকে অগ্রসর হয়, তবে তাদের পূর্বনির্ধারিত অবস্থানে রাখা হবে, তারা তাদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করুক না কেন।
যদি একটি অসিডপ্রাপ্ত দল একটি সিডপ্রাপ্ত দলের ব্যয়ে যোগ্যতা অর্জন করে, তবে তারা সংশ্লিষ্ট সিডপ্রাপ্ত সরাসরি সুপার ৮ গ্রুপে উক্ত দলের অবস্থান নেবে যা গ্রুপ থেকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল।
এই পর্বটি একক রাউন্ড-রবিন হিসাবে খেলা হবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমি-ফাইনালে উঠবে।
সুপার এইটের ২ টি গ্রুপের তালিকা
গ্রুপ ১
১। অস্ট্রেলিয়া
২। ভারত
৩। বাংলাদেশ
৪। আফগানিস্থান
গ্রুপ ২
১। মার্কিন যুক্তরাষ্ট্র
২। ইংল্যান্ড
৩। ওয়েষ্ট ইন্ডিজ
৪। দক্ষিন আফ্রিকা
সুপার এইটের সময়সূচি
তারিখ | দলের নাম | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
১৯ জুন ২০২৪ | আমেরিকা | দক্ষিন আফ্রিকা | রাত ৮.৩০ | এন্টিগুয়া |
২০ জুন ২০২৪ | ইংল্যান্ড | ওয়েষ্ট ইন্ডিজ | সকাল ৬.৩০ | সেন্ট লুসিয়া |
২০ জুন ২০২৪ | আফগানিস্থান | ভারত | রাত ৮.৩০ | বার্বাডোজ |
২১ জুন ২০২৪ | বাংলাদেশ | অস্ট্রেলিয়া | সকাল ৬.৩০ | এন্টিগুয়া |
২১ জুন ২০২৪ | ইংল্যান্ড | দক্ষিন আফ্রিকা | রাত ৮.৩০ | সেন্ট লুসিয়া |
২২ জুন ২০২৪ | আমেেরিকা | ওয়েষ্ট ইন্ডিজ | সকাল ৬.৩০ | বার্বাডোজ |
২২ জুন ২০২৪ | বাংলাদেশ | ভারত | রাত ৮.৩০ | এন্টিগুয়া |
২৩ জুন ২০২৪ | আফগানিস্থান | অস্ট্রেলিয়া | সকাল ৬.৩০ | সেন্ট ভিনসেন্ট |
২৩ জুন ২০২৪ | আমেেরিকা | ইংল্যান্ড | রাত ৮.৩০ | বার্বাডোজ |
২৪ জুন ২০২৪ | ওয়েষ্ট ইন্ডিজ | দক্ষিন আফ্রিকা | সকাল ৬.৩০ | এন্টিগুয়া |
২৪ জুন ২০২৪ | অস্ট্রেলিয়া | ভারত | রাত ৮.৩০ | সেন্ট লুসিয়া |
২৫ জুন ২০২৪ | বাংলাদেশ | আফগানিস্থান | সকাল ৬.৩০ | সেন্ট ভিনসেন্ট |
গ্রুপ ১ এর শীর্ষ ২ দল ও গ্রুপ ২ এর শীর্ষ ২ টি করে দল সেমিফাইনালে মোকাবিলা করবে। সেমিফাইনালে গ্রুপ ১ এর পয়েন্ট তালিকার শীর্ষ দলটি খেলবে গ্রুপ ২ এর পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থান অধিকারী দলের সাথে।
একইভাবে গ্রুপ ২ এর পয়েন্ট তালিকার শীর্ষ দলটি খেলবে গ্রুপ ১ এর পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থান অধিকারী দলের সাথে।
সেমিফাইনাল -১
তারিখ | দলের নাম | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
২৬ জুন ২০২৪ | গ্রুপ ১ এর প্রথমস্থান অধিকারী | গ্রুপ ২ এর দ্বিতীয়স্থান অধিকারী | সকাল ৬.৩০ | ত্রিনিদাদ |
সেমিফাইনাল-২
তারিখ | দলের নাম | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
২৭ জুন ২০২৪ | গ্রুপ ২ এর প্রথমস্থান অধিকারী | গ্রুপ ১ এর দ্বিতীয়স্থান অধিকারী | রাত ৮.৩০ | গায়ানা |
ফাইনাল
তারিখ | দলের নাম | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
২৯ জুন ২০২৪ | সেমিফাইনাল-১ এর বিজয়ী | সেমিফাইনাল-২ এর বিজয়ী | রাত ৮.৩০ | বার্বাডোজ |
টি ২০ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের পরিসংখ্যান ও সুপার এইটের সময়সূচি বা এ সংক্রান্ত যে কোন তথ্য জানতে আইসিসির ওয়েবসসাইট ভিজিট করে দেখতে পারেন।