ইউরোপের সবচেয়ে বড় এবং জমকালো উয়েফা ইউরো ২০২৪ এর পর্দা উঠছে ১৫ জুন। জনপ্রিয় এই ফুটবল টুর্নামেন্টে ইউরোপের ২৪ টি দেশ ৬ টি গ্রুপে বিভক্ত হয়ে পরস্পরের মোকাবিলা করবে।
ফুটবল ভক্তদের জন্য সুখবর, ঘোষনা হলো কোপা আমেরিকায় আর্জেন্টিনা স্কোয়াড
২০২৪ সালের আসরের মাধ্যমে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো তৃতীয়বারের মতো জার্মান ভূখণ্ডে এবং দ্বিতীয়বারের মতো একীভূত জার্মানিতে অনুষ্ঠিত হবে।
প্রাক্তন পশ্চিম জার্মানি ১৯৮৮ সালের আসরটির আয়োজন করেছিল। একাধিক দেশের আয়োজনে উয়েফা ইউরো ২০২০-এর চারটি ম্যাচ মিউনিখে অনুষ্ঠিত হয়েছে।
জেনে নিন কোপা আমেরিকা ২০২৪ এর ফিক্সচার ও সময়সূচি
একই সাথে লাইপ্ৎসিশ এই আসরের ম্যাচ আয়োজন করার মাধ্যমে প্রাক্তন পূর্ব জার্মানি প্রথমবারের মতো উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে।
এর পাশাপাশি প্রথমবারের মতো একীভূত জার্মানি একক আয়োজক দেশ হিসেবে উয়েফা ইউরো ২০২৪ আয়োজন করবে।
“কোভিড ১৯ কারনে ২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়নশিপ ২০২০ সালে অনুষ্টিত হয়। তবে এটি সচরাচর ৪ বছর পরপর অনুষ্ঠিত হওয়ার কথা।”
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দল হলো ইতালি। ২০২০ সালের সেই ফাইনাল ম্যাচে ইতালি বনাম ইংল্যান্ডের সাথে অতিরিক্ত সময় পর ১–১ গোলে ড্র করে।
বিশ্বকাপ ফুটবল ফিক্সচার
পরে পেনাল্টি শুট-আউটে ৩–২ গোলের ব্যবধানে ইংল্যান্ড কে পরাজিত করে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছিল ইতালি।
২০২২ ফিফা বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিদের মনে।
তার ২ বছর যেতে না যেতেই আরও দুই বিশ্বমানের প্রতিযোগিতার সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব।
একদিকে উয়েফা ইউরো, অপদরদিকে কোপা আমেরিকা। ২০২৪ ফুটবল প্রেমিদের কাছে আরও একটি স্মরণীয় বছর হতে চলেছে।
প্রায় এক সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান শাসক দুই মহাদেশে আয়োজিত হতে চলেছে ফুটবলের দুই মহাযজ্ঞ।
উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ বিভাজন
গ্রপ এ
জার্মানি, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, হাঙ্গেরি
গ্রুপ বি
স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি
স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি
পোল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই
স্লোভাকিয়া, ইউক্রেন, বেলজিয়াম, রোমানিয়া
গ্রুপ এফ
তুরস্ক, জর্জিয়া, পুর্তগাল, চেক প্রজাতন্ত্র
উয়েফা ইউরো ২০২৪ ফিক্সচার (বাংলাদেশ সময় অনুযায়ী)
দলের নাম প্রতিপক্ষ তারিখ সময়
জার্মানি বনাম স্কটল্যান্ড ১৫ জুন রাত ১.০০ (শুক্রবার রাত)
হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ড ১৫ জুন সন্ধা ৭.০০
স্পেন বনাম ক্রোয়েশিয়া ১৫ জুন রাত ১০.০০
ইতালি বনাম আলবানিয়া ১৬ জুন রাত ১.০০ (শনিবার রাত)
পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ১৬ জুন সন্ধা ৭.০০
স্লোভেনিয়া বনাম ডেনমার্ক ১৬ জুন রাত ১০.০০
সার্বিয়া বনাম ইংল্যান্ড ১৭ জুন রাত ১.০০ (রবিবার রাত)
রোমানিয়া বনাম ইউক্রেন ১৭ জুন সন্ধা ৭.০০
বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ১৭ জুন রাত ১০.০০
অস্ট্রিয়া বনাম ফ্রান্স ১৮ জুন রাত ১.০০ (সোমবার রাত)
তুরস্ক বনাম জর্জিয়া ১৮ জুন রাত ১০.০০
পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র ১৯ জুন রাত ১.০০ (মঙ্গলবার রাত)
ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া ১৯ জুন সন্ধা ৭.০০
জার্মানি বনাম হাঙ্গেরি ১৯ জুন রাত ১০.০০
স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড ২০ জুন রাত ১.০০ (বুধবার রাত)
স্লোভেনিয়া বনাম সার্বিয়া ২০ জুন সন্ধা ৭.০০
ডেনমার্ক বনাম ইংল্যান্ড ২০ জুন রাত ১০.০০
স্পেন বনাম ইতালি ২১ জুন রাত ১.০০ (বৃহস্পতিবার রাত)
স্লোভাকিয়া বনাম ইউক্রেন ২১ জুন সন্ধা ৭.০০
পোল্যান্ড বনাম অস্ট্রিয়া ২১ জুন রাত ১০.০০
নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স ২২ জুন রাত ১.০০ (শুক্রবার রাত)
জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র ২২ জুন সন্ধা ৭.০০
তুরস্ক বনাম পর্তুগাল ২২ জুন রাত ১০.০০
বেলজিয়াম বনাম রোমানিয়া ২৩ জুন রাত ১.০০ (শনিবার রাত)
স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি ২৪ জুন রাত ১.০০ (রবিবার রাত)
স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি ২৪ জুন রাত ১.০০ (রবিবার রাত)
আলবেনিয়া বনাম স্পেন ২৫ জুন রাত ১.০০ (সোমবার রাত)
ক্রোয়েশিয়া বনাম ইতালি ২৫ জুন রাত ১.০০ (সোমবার রাত)
ফ্রান্স বনাম পোল্যান্ড ২৫ জুন রাত ১০.০০
নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া ২৫ জুন রাত ১০.০০
ডেনমার্ক বনাম সার্বিয়া ২৬ জুন রাত ১.০০ (মঙ্গলবার রাত)
ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া ২৬ জুন রাত ১.০০ (মঙ্গলবার রাত)
স্লোভাকিয়া বনাম রোমানিয়া ২৬ জুন রাত ১০.০০
ইউক্রেন বনাম বেলজিয়াম ২৬ জুন রাত ১০.০০
জর্জিয়া বনাম পর্তুগাল ২৭ জুন রাত ১.০০ (বুধবার রাত)
চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক ২৭ জুন রাত ১.০০ (বুধবার রাত)
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
প্রশ্নঃ উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম শুরু হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৬০ সালে
প্রশ্নঃ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারী দল কোনটি?
উত্তরঃ ইতালি
প্রশ্নঃ উয়েফা ইউরো ২০২৪ এর আয়োজক দেশ কোনটি?
উত্তরঃ জার্মানি
প্রশ্নঃ উয়েফা ইউরো ২০২৪ এই টুর্নামেন্টের কততম আসর?
উত্তরঃ ১৭ তম আসর
প্রশ্নঃ এই আসরের সর্বোচ্চ শিরোপাধারী দল কোনটি?
উত্তরঃ স্পেন ও জার্মানি (৩ বার করে শিরোপা জয় করেছে)
প্রশ্নঃ উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ ইউরোপীয় নেশন্স কাপ
প্রশ্নঃ প্রথম আসরের বিজয়ী দল কোনটি?
উত্তরঃ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন দলটি যুগোস্লাভিয়া কে ২-১ গোলে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপসংহার
এ সম্পর্কে আরোও জানতে উয়েফা ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন।
ইউরোপিয়ান ফুটবলের সৌন্দর্য বরাবরই উপভোগ্য এবং আকর্ষণীয়। উয়েফা ইউরো ২০২৪ ফুটবল টুর্নামেন্ট টি প্রায় মাসব্যাপী দর্শকদের মাতিয়ে রাখবে এতে কোন সন্দেহ নেই