চরম উত্তেজনায় চলছে বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর ৪৮ টি দল বাছাইয়ের প্রক্রিয়া। কানাডা, মেক্সিকো,যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসাবে সরাসরি মূলপর্বে খেলবে। বাঁকি ৪৫ টি দলকে বাছাইপর্বের গন্ডি পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিতে হবে।
এ এফ সি , ক্যাফ ,কনকাকাফ, কনমেবল, ও এফ সি এবং উয়েফা কনফেডারেশন থেকে বরাদ্দকৃত আসন অনুযায়ী বাছাই পর্ব থেকে স্বাগতিক দেশ সহ ৪৮ টি দেশ ২০২৬ বিশ্বকাপ মূলপর্বে অংশগ্রহনের সুযোগ পাবে।
কে কতবার বিশ্বকাপ ট্রফি জয় করেছে্ দেখে নিন পরিসংখ্যান
ফুটবলের ইতিহাস অনেক পুরোনো এবং সম্ভবত এটিই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। তারউপর সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চ হয় তাহলে তো উত্তেজনা আর উম্মাদনার যেন শেষ নেই।
তবে চাইলেই কোন দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পায় না। এজন্য প্রাক বাছাইপর্ব এবং সর্ব্বোপরি বাছাইপর্বের বাধা টপকাতে হয়। বাছাইপর্বের খাড়ায় পরে অনেক হেভিওয়েট নামিদামি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পায় না।
এমনকি অতীতের বিশ্বকাপ ট্রফি জেতা দলও বাছাইপর্বের খাড়ায় পরে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। তাই ফুটবল বিশ্বকাপে অংশগ্রহনের জন্য বাছাইপর্ব খুবই গুরত্বপূর্ণ।
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর কনফেডারেশন অনুযায়ী বরাদ্দকৃত আসন
আসন বরাদ্দের সুফল হিসাবে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ও এফ সি হতে একটি দল চূড়ান্ত প্রতিযোগিতায় নিশ্চিতভাবে অংশগ্রহণের সুযোগ পাবে।
২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ছয়টি কনফেডারেশনর প্রত্যেকটির জন্য অন্তত একটি নিশ্চিত আসন বরাদ্দ রয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ফেডারেশন অনুযায়ী আসন বিন্যাস
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ফেডারেশন অনুযায়ী আসন বিন্যাস
সবগুলো কনফেডারেশন থেকে মোট ২০৭ টি দল বাছাইপর্বে অংশ করছে। আলাদা আলাদা পর্বে বাছাইপর্বের খেলাগুলো অনুষ্টিত হবে।
বিশ্বকাপ ফুটবলের ফুল ফিক্সচার
তারই ধারাবাহিকতায় কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর খেলাগুলো ১০ টি দলের মধ্যে অনুষ্টিত হচ্ছে । ইতিমধ্যেই এই কনফেডারেশনের সবগুলো দল ১০ টি করে ম্যাচ খেলে ফেলেছে।
যার ফলাফল হিসাবে পয়েন্ট তালিকায় ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এছাড়াও পর্যায়ক্রমে রয়েছে কলোম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল, ইকুয়েডর এবং প্যারাগুয়ে।
কনমেবল কনফেডারেশনের জম্য প্লে অফের বরাদ্দকৃত একটি আসনের জন্য অপেক্ষায় রয়েছে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থাকা বলিভিয়া।
তাহলে আসুন আজকের পোষ্টে বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিল টি দেখে নিই।
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ । কনমেবল অঞ্চলের ফলাফল
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ । কনমেবল অঞ্চলের ফলাফল
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর সর্বশেষ আপডেট জানতে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন।