টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল

টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল ২০২৪

ক্রিকেট টি ২০ বিশ্বকাপ। ২০২৪ স্পোর্টস
ক্রিকেট ভক্তদের জন্য এই পোষ্টে থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল ২০২৪। ইতিমধ্যেই কিছুটা অনারম্বর ভাবেই শুরু হয়ে গেছে T20 World Cup. 2024 এর গ্রুপ পর্বের খেলা।
দেখে নিন t20 ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর পূর্নাঙ্গ ফিক্সচার (বাংলাদেশ সময় অনুযায়ী)

 

টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো

 

১লা জুন ২০২৪ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হয়েছে।
T20 worldcup 2024 এর চুড়ান্ত ২০ দলের তালিকা দেখে নিন
গ্রুপ পর্বে ২০টি দলকে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, প্রত্যেক গ্রুপের ৫টি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে পরস্পর মুখোমুখি হবে।
গ্রুপ পর্ব শেষে প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ৮ পর্বের জন্য খেলার যোগ্যতা অর্জন করবে।

 

টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা
সূত্রঃ উইকিপিডিয়া
বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে এবার আইসিসি ২০ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করেছে।
গ্রুপ পর্ব শেষে টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল থেকে প্রত্যক গ্রুপের শীর্ষ ২ টি করে দল পরবর্তীতে সুপার এইট পর্ব খেলবে।
সুপার এইটের সময়সূচি
এবার T20 worldcup এর কোন গ্রপে কোন দল পড়েছে তা দেখে নেওয়া যাক। পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল এর আপডেট তো থাকছেই।
গ্রুপ এ তে রয়েছে স্বাগতিক আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং কানাডা।

টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল ২০২৪

Group A

P
W
L
NR
PTS
NRR
IND
4
3
0
1
7
+1.137
USA
4
2
1
1
5
+0.127
PAK
4
2
2
0
4
+0.294
CAN
4
1
2
1
3
-0.493
IRE
4
0
3
1
1
-1.293
গ্রুপ বি তে রয়েছে ওমান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া এবং স্কটল্যান্ড।
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪

Group B

P
W
L
NR
PTS
NRR
AUS
4
4
0
0
8
+2.791
ENG
4
2
1
1
5
+3.611
SCO
4
2
1
1
5
+1.255
NAM
4
1
3
0
2
-2.585
OMA
4
0
4
0
0
-3.062
সি গ্রুপের দলগুলো হলো আরেক স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

 

Group C

P
W
L
NR
PTS
NRR
WI
4
4
0
0
8
+3.257
AFG
4
3
1
0
6
+1.835
NZ
4
2
2
0
4
+.415
UGA
4
1
3
0
2
-4.510
PNG
4
0
4
0
0
-1.268
শক্তিশালী গ্রুপ ডি তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, নেপাল এবং দক্ষিন আফ্রিকা।

 

Group D

P
W
L
NR
PTS
NRR
RSA
4
4
0
0
8
+0.470
BAN
4
3
1
0
6
+0.616
SL
4
1
2
1
3
+0.863
NEP
4
1
3
0
1
-1.358
SL
4
0
3
1
1
-0.542

 

গ্রুপ পর্ব শেষে টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল এর ৪ টি গ্রুপ থেকে শীর্ষ ২ টি করে দল নিয়ে সুপার ৮ বা নক আউট পর্ব শুরু হবে।
এই পর্বটি একক রাউন্ড-রবিন হিসাবে খেলা হবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমি-ফাইনালে উঠবে।

 

T20 Worldcup সম্পর্কে সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্ন

প্রশ্নঃ ২০২৪ সালের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্টিত হচ্ছে?
উত্তরঃ ওয়েষ্ট ইন্ডিজ এবং প্রথমবারের মতো আমেরিকায় যৌথভাবে এবারের টি ২০ বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।
প্রশ্নঃ T20 worldcup এর বর্তমান চ্যাম্পিয়ন দল কোনটি?
উত্তরঃ ইংল্যান্ড (২য় শিরোপা)।
প্রশ্নঃ প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে হয়েছিল?
উত্তরঃ ২০০৭ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল।
প্রশ্নঃ ভারত কতবার জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ?
উত্তরঃ ভারত শুধু ২০০৭ সালে জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ।
প্রশ্নঃ সবচেয়ে বেশিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ কোন দল জিতেছে ?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, উভয় দলই দু’বার করে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
প্রশ্নঃ ভারতে কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ।
প্রশ্নঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র বোল-আউট কবে হয়েছিল?
উত্তরঃ ভারত ও পাকিস্তানের মধ্যে বোল-আউট হয়েছিল ২০০৭ সালে। ভারত জিতেছিল সেটি।
প্রশ্নঃ এখনও পর্যন্ত সবকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ কে খেলেছেন?
উত্তরঃ শাকিব আল হাসান (বাংলাদেশ) ও রোহিত শর্মা (ভারত) এখনও পর্যন্ত সবগুলি বিশ্বকাপ খেলেছেন।
প্রশ্নঃ টি ২০ বিশ্বকাপের সর্ব্বোচ্চ উইকেট শিকারী বোলার কে?
উত্তরঃ সাকিব আল হাসান (বাংলাদেশ), উইকেট সংখ্যা ৪৭ টি।

উপসংহার

প্রতিটি ম্যাচের শেষে টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল নিয়মিত আপডেট করা হবে।
সুতরাং ওয়েষ্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত ২০২৫ এর T20 Worldcup এর সব খবরাখবর এখানেই পাবেন।
এছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল এর সর্বশেষ আপডেট এবং টি ২০ বিশ্বকাপ সম্পর্কে আরোও বিস্তারিত জানতে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।