google pixel 8 pro

google pixel 8 pro এর দাম এবং ফুল স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ফোন টেক রিভিউ
টেক জায়ান্ট কোম্পানী গুগল স্মার্টফোনের দুনিয়ায় একের এক চমক দেখিয়ে চলেছে । তারই ধারাবাহিকতায় এবার তারা google pixel 8 pro নামের স্মার্টফোনটি বাজারে ছেড়েছে। অসাধারন ফিচার সমৃদ্ধ এই স্মার্মটফোনটির মধ্যে রয়েছে ৫০০০ এমএএইচ এর পাওয়ারফুল ব্যাটারী, ১২ জিবি র‍্যাম, ৬.৭১ ইঞ্চির এমোয়লেড ডিসপ্লে, ৫০+৪৮+১২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা।
গুগল পিক্সেল ৭ প্রো সম্পর্কে জানুন
স্মার্টফোন প্রেমীকে পাগল করে দেওয়ার জন্য গুগল পিক্সেল ৮ প্রো স্মার্ট ফোনটিতে সব ব্যবস্থা রাখা হয়েছে।
এটিতে ব্যবহার করা হয়েছে টেনসর ৩ চিপসেট এবং অক্টাকোর সিপিইউ। এর ফ্রন্ট ক্যামেরা হলো ১২ মেগা পিক্সেল।
২৫৬ এবং ৫১২ জিবি ইন্টারনাল মেমোরির আলাদা ভেরিয়্যান্টে ফোনটি পাওয়া যাচ্ছে। এটিতে ন্যানো সিম এবং সর্বশেষ প্রযুক্তি ই-সিম সাপোর্ট করে এবং এটির অপারেটিং সিস্টেম হলো এন্ডোয়েড ১৩।

 

রিয়েলমি ১০ প্রো এর বিস্তারিত জানুন
এতো হলো google pixel 8 pro এর কিছু সংক্ষিপ্ত নমুনা ,এবার আসুন আমরা এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

 

google pixel 8 pro price

অফিসিয়াল ব্র্যান্ড পেজের আপডেট অনুযায়ী google pixel 8 pro হ্যান্ডসেটটির বাংলাদেশে বর্তমান বাজার মূল্য ৭৭০২৯ টাকা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে প্রকৃত মূল্য জানার জন্য গুগলের ব্র্যান্ড পেজ অথবা স্থানীয় ডিলারের শরনাপন্ন হওয়া যেতে পারে।
রিয়েলমি সি ৩৫ এর বিস্তারিত স্পেসিফিকেশন
যেহেতু বাংলাদেশে সরাসরি গুগল তাদের ব্যবসা পরিচালনা করে না তাই এখানে তাদের অফিসিয়াল কোন সাপোর্ট পাওয়া দুস্কর। তবে গুগলের নিজস্ব অনলাইন স্টোর থেকে হ্যান্ডসেটটির দামের কিছুটা ধারনা পেতে পারেন।

 

google pixel 8 pro

ক্যামেরাঃ- ৫০+৪৮+১২ মেগাপিক্সেল মেইন , ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
সিমঃ- ন্যানো এবং ই-সিম
অপারেটিং সিস্টেমঃ- এন্ডোয়েড ১৩
ডিসপ্লেঃ- ৬.৭১ ইঞ্চি
চিপসেটঃ- গুগল টেনসর ৩ (এনএম)
র‍্যামঃ- ১২ জিবি
ইন্টারনাল মেমোরিঃ- ২৫৬ / ৫১২ জিবি
ব্যাটারীঃ- ৫০০০ এমএ এইচ

google pixel 8 pro spacofications

google pixel 8 pro এর ফুল স্পেসিফিকেশন এবং ফিচারস

 

সাধারন তথ্য

নামঃ- গুগল পিক্সেল ৮ প্রো
মডেলঃ- গুগল পিক্সেল ৮ প্রো
আইফোন ১৪ এর বিস্তারিত জানতে পড়ুন

প্রকাশ

প্রকাশের তারিখঃ- মে ২০২৩

ডিসপ্লে

ডিসপ্লে ধরনঃ- এমোয়লেড, ১২০ এইচ জেড, এইচডিআর ১০+
মাপঃ- ৬.৭১ ইঞ্চি
ডিসপ্লে রেজুলেশনঃ- ১৪৪০ x ৩১২০ পিক্সেল, ১৯.৫.৯ রেটিও
ঘনত্বঃ- ৫১২ পিপআই ঘনত্ব

নেটওয়ার্ক

৩ জি নেটওয়ার্কঃ- এইচএসডিপিএ ৮৫০/ ৯০০/ ১৭০০ (এডব্লিউওএস) /১৯০০/ ২১০০/ সিডিএমএ ২০০০ ১xইভি-ডিও
৪ জি নেটওয়ার্কঃ- এলটিই
৫ জিঃ- এসএ / এনএসএ / সাব ৬ এম এম ওয়েভ
নেটওয়ার্ক স্পীডঃ- এইস এস পি এ ৪২.২/ ৫.৭৫ এমবিপিএস, এলটিই -এ (সিএ), ৫ জি
জিপিআরএসঃ- আছে
নেটওয়ার্ক ইডিজিইঃ- আছে
আইফোন ১২ এর বিস্তারিত স্পেসিফিকেশন জানুন
বডি
ডাইমেনশনঃ- ১৬৩.৯ x ৭৫.৮ x 8.৯ এম এম
বডি কালারঃ- অবসিডিয়ান, স্নো, হ্যাজল

কানেক্টিভিটি

ওয়াইফাইঃ- ৮০২.১১ a/b/g/n/ac/6, ওয়াইফাই ডিরেক্ট, হটস্পট
ব্লুটুথঃ- ৫,২, এ২ডিপি, এলই, এপিটিএক্স এইচডি
ইউএসবিঃ- ইউএসবি টাইপ সি ৩.১
জিপিএসঃ- আছে, এজিপিএস এর সাথে, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেএসএস, বিডিএস
আইফোন ৭ প্লাস এর বিস্তারিত জানতে পড়ুন

ক্যামেরাঃ-

মেইন ক্যামেরাঃ- ৫০, ৪৮,১২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ- ১২ মেগাপিক্সেল

প্লাটফর্মঃ-

অপারেটিং সিস্টেমঃ- এন্ড্রোয়েড ১৩
সিপিইউঃ- অক্টাকোর
চিপসেটঃ- গুগল টেনসর এন এম

শব্দঃ-

অডিওঃ- আছে
লাউডস্পিকারঃ- আছে
৩.৫ এম এম জ্যাকঃ- আছে

ফিচারসঃ-

সেন্সরঃ- ফিঙ্গারপ্রিন্ট, ডিসপ্লের নীচে, অপ্টিক্যাল,এক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস ব্যারোমিটার
ম্যাসেজিংঃ- আছে
ব্রাউজারঃ- এইচটিএমএল৫

শেষকথা

প্রযুক্তি প্রিয় মানুষদের কথা মাথায় রেখে বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি ভিত্তিক কোম্পানী স্মার্টফোনের দুনিয়ায় পদার্পন করে ।
তারই ধারাবাহিকতায় google pixel 8 pro গুগলের একটি অনন্য সৃষ্টি । পাঠকের চাহিদা মেটাতে আশা করি হ্যান্ডসেটটি সম্পর্কে পূর্নাঙ্গ তথ্য দিতে পেরেছি।

 

 

Comments are closed.