ভিজিটরদের জন্য ইউটিউব ভিডিও বা youtube shorts download করার সরাসরি কোন সুযোগ ইউটিউব কর্তৃপক্ষ রাখেনি।
তবে থার্ড পাটি ওয়েবসাইট বা এপস ব্যবহার করে খুব সহজেই ইউটিউব শর্টস ডাউনলোড করা যায়।
আগেই বলেছি ইউটিউব ওয়েবসাইট বা এপস থেকে কোনভাবেই আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন না। একই কথা youtube shorts download করার কেত্রেও প্রযোজ্য।
ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম করতে চান? জেনে নিন ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করতে হয়
তবে হতাশ হওয়ার কিছু নেই। এমন অনেক ওয়েবসাইট এবং এপ্লিকেশন আছে যেগুলো ব্যবহার করে বিনামূল্যে ইউটিউব শর্টস ডাউনলোড করতে পারবেন।
তবে সত্যি বলতে কি যে, অন্য কোন উপায়ে ইউটিউব ভিডিও বা youtube shorts download করার প্রচেষ্টাকে ইউটিউব কর্তৃপক্ষ কখনোই ভালো চোখে দেখে না।
ইউটিউব থেকে কত টাকা আয় করা সম্ভব
তারপরও আপনি চাইলে থার্ড পার্টি ডাউনলোডার ব্যবহার করে অনায়াসেই youtube shorts download করে আপনার ফোন মেমোরি বা গ্যালারিতে রেখে দিতে পারেন।
পরে অফলাইনে যেকোন সময় গ্যালারী থেকে ডাউনলোড করা শর্টস ভিডিও গুলো দেখতে পারেন।
youtube shorts কি
YouTube Shorts হল YouTube-এর একটি ছোট-ফর্মের ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখানে ইউটিউবের মতোই ব্যবহারকারী ১৫ থেকে ৬০ সেকেন্ডের যেকোন ভিডিও কনটেন্ট আপলোড করতে পারে।
এটি চালু হওয়ার পর থেকে, YouTube Shorts ৫ ট্রিলিয়ন ভিউ হয়েছে।
একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে সাজাবেন
তবে ইউটিউব কর্তৃপক্ষ এখনো youtube shorts কে পরিক্ষামূলক ভাবে চালাচ্ছে।
আগামী কিছুদিনের মধ্যেই এটি পূর্নাঙ্গতা লাভ করবে। অর্থাৎ ইউটিউবের মতো শর্টসকেও মনিটাজেশনের আওতায় আনা হবে।
ফলে কনটেন্ট ক্রিয়েটররা youtube shorts থেকে রীতিমতো টাকা ইনকাম করতে পারবে। পার্থক্য হলো, ইউটিউবের ক্ষেত্রে বিজ্ঞাপন থেকে আয়ের টাকা গুগল পায় ৪৫% আর চ্যানেলের মালিক পায় ৫৫% কিন্তু youtube shorts এর ক্ষেত্রে হবে উল্টো।
এখানে গুগল পাবে ৫৫% আর ক্রিয়েটর পাবে ৪৫%। তবে গুগলের দেওয়া শর্তাবলী যথাযথ ভাবে পুরন করার পর চ্যানেল মনিটাইজেশনের আওতায় আসবে।
youtube shorts একটি নতুন শর্ট-ফর্ম ভিডিও সার্ভিস যা ব্যবহারকারীদের সংক্ষিপ্ত ভিডিও তৈরি করার অনুমতি দেয়।
ইউটিউব শর্টস আপনাকে সঙ্গীত লাইব্রেরি থেকে সঙ্গীত, স্পিড কন্ট্রোল, এবং টাইমার এবং কাউন্টডাউন থেকে আপনার ভিডিও এডিট করার সুযোগ প্রদান করে।
ইউটিউব থেকে টাকা আয় করার সহজ উপায় গুলো জেনে নিন
youtube shorts এর জন্য কিছু নতুন নতুন ফিচার কয়েক সপ্তাহ ধরে চালু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
ইউটিউব শর্টস নিজেকে প্রকাশ করার জন্য এবং নতুন অডিয়ান্সকে আকর্ষন করার জন্য দারুন কার্যকরী।
কারন স্বল্প দৈর্ঘের এবং মজার শর্টস ভিডিও গুলো বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে।
পরিসংখ্যান অনুযায়ী প্রতিমাসে ইউটিউবে ২ বিলিয়ন ভিজিটর ইউটিউবের ভিডিওগুলো দেখতে আসে।
এদের কে আকৃষ্ট করার একটি সহজ উপায় হলো youtube shorts।
আকাশ ষ্ট্যান্ডার্ড, লাইট এবং লাইট প্লাস প্যাকেজের চ্যানেল লিষ্ট
youtube shorts বর্তমানে বিটা সংস্করনে চললেও এটি ভারতে সম্পুর্ন অবমুক্ত করা হয়েছে।
অতিসত্ত্বর অন্যান্য দেশে youtube shorts এর পূর্ন ভার্সন চালু করার চেষ্টা চলছে।
youtube shorts video size
এখানে ভিডিও এর সাইজ বলতে ২ টি বিষয় বুঝায়। একটি হলো ভিডিও এর দৈর্ঘ্য এবং রেজুলেশন।
এই দুটি বিষয়ের উপর ভিডিও এর সাইজ নির্ধারণ হয়। আপনি যদি আপনার তৈরিকৃত ভিডিও গুলো youtube shorts হিসাবে শ্রেণীবদ্ধ করতে চান।
তাহলে দয়া করে নিশ্চিত করুন যে আপনার youtube shorts video size এর দৈর্ঘ্য ৬০ সেকেন্ডের কম এবং এই ভিডিওটির রেজোলিউশন হল ১৯২০ পিক্সেল x ১০৮০ পিক্সেল। অথবা নূন্যতম ১০৮০ পিক্সেল x ১০৮০ পিক্সেল।
Youtube Shorts Fund
ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে বিজ্ঞাপনের মাধ্যমে যেভাবে সাধারন মানুষ টাকা আয় করতে পারে।
ঠিক সেভাবেই youtube shorts video গুলোতে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে এবং বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ টাকা ভিডিও এর মালিক পাবে।
একারনে youtube shorts fund নামে ১০০ মিলিয়ন ডলারের একটা ফান্ড গঠন করা হয়েছে। যার মাধ্যমে ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটরদের আরোও উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা হবে।
সত্যি বলতে কি ইউটিউব তার ভিজিটরদের জন্য এতো সব সুযোগ সুবিধা চালু করলেও ইউটিউব বা ইউটিউব শর্টস এর ভিডিও গুলো সরাসরি ডাউনলোড করে ফোন গ্যালারীতে আনার সুযোগ রাখেনি।
এজন্য অজস্র অনলাইন টুলস বা এপ্লিকেশন আছে যেগুলো ব্যবহার করে অনায়াসেই ইউটিউব এবং youtube shorts download করা যায়।
এজন্য গ্রাহকের পছন্দ অপছন্দ ও সুবিধা অসুবিধা গুলো নিয়ে youtube কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
youtube shorts download করার উপায়
ইউটিউব শর্টস সম্পর্কে অনেক কিছু জানা হলো, তো এবার আসুন জেনে নিই কিভাবে সরাসরি youtube shorts download করা যায়।
আগেই বলেছি ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করার অফিসিয়ালি কোন সুযোগ রাখা হয়নি।
কিছু ভিডিও আছে যেগুলো অফলাইনে দেখার জন্য সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু সেগুলো গ্যালারী বা মেমোরি কার্ডে রাখার কোন সুযোগ নেই।
কিন্তু যদি কোন কারনে youtube video download করার প্রয়োজন হয়, যা আপনি আপনার ফোন গ্যালারী বা মেমোরিতে নিতে চান। তাহলে থার্ড পার্টির ওয়েবসাইট বা এপ্লিকেশন ব্যবহার করতে হবে।
youtube shorts download করার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অনেক গুলি থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই youtube shorts download করা যাবে।
তবে আবারোও বলছি থার্ড পার্টির ওয়েবসাইট বা এপস ব্যবহার করে ইউটিউব থেকে যেকোন ধরনের ভিডিও ডাউনলোড করা ইউটিউব কর্তৃপক্ষ ভালো চোখে দেখে না।
আজকের পোষ্টে আমরা কয়েকটি ওয়েবসাইটের বিবরন এবং সেখানে থেকে কিভাবে youtube shorts download করা যায় সেই বিষয়ে আলোচনা করবো।
প্রচলিত থার্ড পার্টির ইউটিউব ভিডিও ডাউনলোড করার যে এন্ড্রোয়েড বা আইওএস এপ্লিকেশন রয়েছে, সেগুলোর প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে youtube shorts video download করা যায়।
প্রচলিত ভিডিও ডাউনলোড করার এপ্লিকেশন গুলোর মধ্যে vidmate, instube, snaptube, tubemate এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
তবে আজ আমরা সেসব এন্ড্রোয়েড বা আইওএস এপ্লিকেশনের দিকে যাবো না। আজ দেখবো এন্ডোয়েড, ল্যাপটপ বা ডেক্সটপ বা অন্য যেকোন ডিভাইসের একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে youtube shorts download করার নিয়ম।
আমরা দেখবো খুব সহজেই shorts video এর লিংকটি কপি করে অন্য একটি ডাউনলোডার ওয়েবসাইটে পেষ্ট করে youtube shorts download করার সহজতম উপায় গুলো।
প্রথমেই বলে রাখি ইউটিউব শর্টস ডাউনলোড করার জন্য কাঙ্ক্ষিত ভিডিওটির লিংক প্রয়োজন হবে।
তো আসুন জেনে নিই কিভাবে youtube shorts video এর লিংক বের করা যায়।
youtube shorts video download লিংক কপি করার নিয়ম
ইউটিউব ওয়েবসাইট বা এপস থেকে আপনার পছন্দের ভিডিও টি খুজে বের করুন।
এবার প্লে বাটনে ক্লিক করে ভিডিও টি চালু করুন। নিচের সারিতে ছবিতে দেখানো share (নিচের ছবির লাল বৃত্ত) বাটনটি দেখা যাবে।
share বাটনে ক্লিক করলে ভিডিওটি বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করার অপশন আসবে।
যার প্রথমেই copy link (নিচের ছবির লাল বৃত্ত) নামে একটি ট্যাব দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই চলমান ভিডিও এর লিংকটি আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে থাকবে।
এবার আপনাকে যেতে হবে থার্ড পার্টির ওয়েবসাইটে সেখানে নির্দিষ্ট বক্সে কপি করা লিংকটি পেষ্ট করতে হবে।
তাহলেই আপনি সেখানে youtube shorts download অপশন পেয়ে যাবেন।
এবার আমরা ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড করার কয়েকটি থার্ড পার্টি ওয়েবসাইটের বিবরন এবং youtube shorts download করার কৌশল গুলো জানবো।
youtube shorts download করার ওয়েবসাইট
আগেই বলেছি, সরাসরি ইউটিউব থেকে শর্টস ভিডিও ডাউনলোড করা না গেলেও এমন অনেক ওয়েবসাইট বা এপস রয়েছে যারা আপনাকে ইউটিউব শর্টস ডাউনলোড করার সুযোগ দেয়।
আজকে সেগুলো থেকে বাছাইকৃত কয়েকটি সাইটের নাম, বিবরণ ও শর্টস ডাউনলোড পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
Shortsnoob সাইট দ্বারা ইউটিউব শর্টস ডাউনলোড
এটি একটি থার্ড পার্টি ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট যার দ্বারা youtube shorts download করা যায় সহজেই।
লিংকটি এখানে পেষ্ট করুন লেখা বক্সে আপনার পছন্দের শর্টস ভিডিওটির আগে থেকে কপি করা লিংকটি পেষ্ট করুন।
এবার নিচের অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এবার নিচের ছবির মতো দেখতে পাবেন।
আপনার পছন্দের শর্টস এর থাম্বনেইল এবং তার নিচেই ভিডিও ফরম্যাট ভেদে ডাউনলোড অপশন দেখতে পাবেন।
যে ফরম্যাটের শর্টস ডাউনলোড করতে চান তার ডানপাশে download বাটনে ক্লিক করুন।
এবার প্লে বাটন সহ আপনার বাছাইকৃত ভিডিওটি দেখতে পাবেন। একেবারে ডান কোনার নিচের দিকে তিনটি ডট দেখতে পাবেন।
তিনটি ডটে ক্লিক করলে প্রথমেই download অপশনটি দেখতে পাবেন। আপনি আস্তে করে download বাটনে ক্লিক করুন, দেখুন আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
ডাউনলোড সম্পন্ন হলেই আপনি ভিডিওটি আপনার মিডিয়া প্লেয়ার বা গ্যালারীতে দেখতে পাবেন।
ytshorts থেকে youtube shorts download করা
এটি একটি ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড করার খুব সহজ একটি ওয়েবসাইট।
আগের পদ্ধতি অনুসরন করে শুধু আপনার পছন্দের ভিডিওটির লিংক টেক্সট বক্সে পেষ্ট করে “ভিডিও পান” বাটনে ক্লিক করতে হবে।
এবার ভিডিও থাম্বনেইলটা দেখা যাবে। বামে ভিডিও ফরম্যাট বাছাই করার ড্রপ ডাউন মেন্যু আর ডান দিকে Get link লেখা বাটন দেখা যাবে (নিচের ছবির মতো)।
Get link বাটনে ক্লিক করলে সাথে সাথে নতুন পেজে সবুজ কালারের ডাউনলোড বাটন দেখা যাবে।
এই বাটনটিতে ক্লিক করলে শর্টস ভিডিও টি ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড কমপ্লিট হলে যথারীতি ভিডিওটি আপনার গ্যালারি তে চলে যাবে।
heatfeed কনভার্ট টুলস দ্বারা ইউটিউব শর্টস ডাউনলোড
অনেকগুলো youtube shorts dowmload করার টুলসের মধ্যে heatfeed জনপ্রিয় একটি সাইট।
এখানেও আগের মতোই শুধু লিংক পেষ্ট করে কনভার্ট বাটনে ক্লিক করলে ভিডিওটির থাম্বনেইলসহ ফরম্যাট বাছাই এবং ডাউনলোড করার অপশন চলে আসবে।
পরিশেষে
বর্তমান সময়ে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে অবস্থান করছে। এরই মধ্যে ইউটিউব শর্টস ভিডিও নতুন মাত্রা যোগ করেছে।
এটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। তাই আজকের পোষ্টে youtube shorts download করার উপায় জানানো হলো।