ষ্টেশনে বসে আর ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না। Train location bd এবার ঘরে বসেই ট্রেনের লোকেশন জানা যাবে মোবাইল এসএমএসের মাধ্যমে।
আপনাকে আর ট্রেন কখন আসবে সেই আশায় ষ্টেশনে বসে থাকতে হবে না।ট্রেন ধরার উদ্দ্যেশ্যে বাড়ি থেকে বের হবার আগে মাত্র একটি এসএমএস দিয়ে জেনে নিতে পারবেন ট্রেনের বর্তমান লোকেশন।
তাছাড়াও জানতে পারবেন ট্রেনটি আপনার ষ্টেশনে আসতে আর কত সময় লাগতে পারে।সেই হিসাব করে ষ্টেশনের উদ্দ্যশ্যে রওয়ানা দিলেন।এতে ষ্টেশনে বসে আর আপনাকে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না।মুল্যবান সময় বাঁচাতে একটি এসএমএস ই যথেষ্ট।
তো আসুন জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতে বসে ট্রেন লোকেশন জানা যায়।এজন্য আপনাকে নিচের পদ্ধতিতে শুধু একটি এসএমএস পাঠাতে হবে।
Train location bd ট্রেনের লোকেশন জানার উপায়ঃ-
প্রযুক্তি ঘরে বসে ট্রেনের অবস্থান নির্ণয় এর উপায় করে দিয়েছে। আপনার মুঠোফোনের একটি এসএমএস এর মাধ্যমে জানা যাবে আপনার কাঙ্ক্ষিত ট্রেন লোকেশন।
হাজারো অব্যবস্থাপনার মধ্যেও বর্তমানে মানুষের কাছে ট্রেনই একমাত্র স্বত্বিদায়ক নিরাপদ যাত্রার মাধ্যম।
তবে, টিকিট কেটে যথাসময়ে স্টেশন এ উপস্থিত হয়ে, ট্রেনের অপেক্ষায় বসে থাকতে থাকতে রাত ভোর হওয়া বা সকাল গড়িয়ে সন্ধা নামা বাংলাদেশ রেলওয়ের নিত্য দিনের ছবি।
তবে, ছোট্র একটা প্রযুক্তির কল্যানে ট্রেনের যাত্রীদের এই চিরসংগী ভোগান্তি থেকে মুক্তি দিয়েছে।
সাধারন জিপিএস এবং জিপিআরএস প্রযুক্তির মাধ্যমে যাত্রী তার মোবাইল এসএমএস এর মাধ্যমে বাড়িতে বসেই জেনে নিতে পারবে কাংক্ষিত ট্রেনের বর্তমান লোকেশন, পরের স্টেশনের নাম এবং কতক্ষন দেরীতে ট্রেন আসবে সেইসব তথ্য।এজন্য সহজ একটা পদ্ধতি অনুসরণ করতে হবে।
ট্রেন লোকেশন নির্ণয় এর পদ্ধতি:-
মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে TR (ট্রেন কোড)
এবং ১৬৩১৮ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস এ আপনি আপনার কাংক্ষিত ট্রেনের লোকেশন সহ যাবতীয় তথ্য পেয়ে পাবেন।
সেই অনুযায়ী স্টেশনের উদ্দ্যেশে রওয়ানা দিয়ে অযাচিত ভোগান্তি থেকে সহজেই বাচতে পারবেন।
প্রত্যেক টিকিটে অই ট্রেনের কোডটি (উপরে ডানে)
দেওয়া থাকে। তারপরও আপনাদের সুবিধার জন্য প্রতিটি ট্রেনের ট্রেন কোড গুলো নিচে দেওয়া হলো। আশা করি সকলের কাজে লাগবে।
Train location bd সকল ট্রেনের কোড নাম্বার:-
বন্ধের দিন গন্তব্যসহ বাংলাদেশের সকল ট্রেনের ট্রেন কোড নিম্নে তুলে ধরা হলো। আশা করি এতে সকলেই উপকৃত হবেন।
মৈত্রী এক্সপ্রেস, ৩১০৭/৩১১০, সোমবার/মঙ্গলবার/বৃহস্পতিবার, ঢাকা ক্যান্টঃ, কলকাতা,
মৈত্রী এক্সপ্রেস, ৩১০৮/৩১০৯, বুধবার/বৃহস্পতিবার/শুক্রবার, কলকাতা, ঢাকা ক্যান্টঃ,
শেষকথাঃ-
উপকৃত হলে বা পোষ্টের কোন ব্যাপারে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরোও তথ্যবহুল ও প্রয়োজনীয় পোষ্ট পেতে বাংলা প্রযুক্তি ব্লগের সাথে থাকুন। এমন আরেকটি প্রয়োজনীয় পোষ্টের লিংক নিচে দেওয়া হলো। আশা করি কাজে লাগবে।
ইন্টারনেট ব্যবহার করেন অথচ ইউটিউব দেখেন না এমন লোক খুব কমই আছে। কিন্তু সমস্যা হলো ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করার কোন অপশন থাকে না।
তবে, অনেক ভাবেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায় এরকম একটি পদ্ধতি নিয়ে বিস্তারিত থাকছে নিচের পোষ্টে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায়, আশা করি পড়ে দেখবেন।
আমরা জানতে পারলাম বাড়িতে বসে কিভাবে ট্রেন লোকেশন জানা যায়। আশা করি আর কাউকে ট্রেনের আশায় ষ্টেশনে বসে থাকতে হবে না।