বিশ্বব্যাপী করোনা মহামারির ফলে এবারে দেশের স্কুলগুলোতে ভর্তি পরিক্ষার বদলে লটারি পদ্ধতি গ্রহন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যাছে ঠাকুর গা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে এক মেয়ে।
বালক স্কুলে ভর্তির সুযোগ পাওয়া ছাত্রীটি জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সনগাও গ্রামের হায়দার আলীর মেয়ে ওয়াসিমা আক্তার লুবনা।
বিষয়টি এলাকায় হাসির খোরাক যুগিয়েছে। অবশ্য সংশ্লিষ্টরা এমন কান্ডের জন্য অভিভাবকের ভুল বলে দাবী করেছেন।
একজন শিক্ষার্থী যেহেতু একাধিক স্কুলের নাম নিজের পছন্দ তালিকায় যোগ করার সুযোগ পায়। হয়তো পছন্দের স্কুল নির্বাচন করতে ভুল করায় এমন ফলাফল এসেছে বলে দাবী স্কুল ম্যানেজমেন্টের।
অপরদিকে, সংশ্লিষ্ট ছাত্রীর অভিভাবক এমন অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবী,তারা যথাযথভাবেই ফরন পুরন করেছেন।
ভুল যারই হোক এখন প্রশ্ন হলো ওই ছাত্রীর কি হবে? সে তাহলে কোথায় ভর্তি হবে? এমন প্রশ্নের উত্তরে স্কুল কর্তপক্ষ জানান, এব্যাপারে আমাদের করার কিছু নেই। উপর মহলে জানানো হয়েছে। তারাই সিদ্ধান্ত দেবেন।
লটারি বিভ্রাটের ফলে সৃষ্ট ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে।