ট্রলি

ফেক্টরিতে যাদের ফর্কলিফট নাই তাদের ট্রলি ঠেলতে লাগে মানুষ

অজানা রহস্য আন্তর্জাতিক বাংলাদেশ
ফেক্টরিতে অনেক সময় এমন ছোট খাটো বিষয় গুলি এতো বড় আকারে ভোগায় তার একটার ছোট চাকার উদাহরণ না দেখলে বুঝবেন না।
ফেক্টরিতে যাদের ফর্কলিফট নাই তাদের মালামালের ট্রলি ঠেলতে লাগে মানুষ । কিন্ত কিছু ফেক্টরিতে এমন বিশেষজ্ঞ থাকেন যে স্টেনটার মেশিনে লাগলে ৬ জন রাখেন ৪ জন ।
আরোও পড়ুন
পিক আওয়ারে কাজের চাপে লোকজনের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় । তখন ট্রলি ঠেলতে বোঝা যায় এর ঝাল কেমন । মেজরিটি ফেক্টরিতে দেখছি । এটা থাকে ভাংগা ডানে টানলে বামে যায় বামে টানলে ডানে । কি বিরক্তিকর অবস্থআ । কোয়ালিটি নিয়ে প্রশ্ন করতে পারবেন না স্টোরে তারা ১৪ কথা শুনিয়ে দিবে ।
চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর
তবে কিছু ফেক্টরিতে দেখেছি কাজ কম থাকলে অবসরে ম্যাকানিকাল এবং মেশিনের লোকজন দিয়ে চাকায় কাপড় সুতা খুলে দেয়ায়। তাদের চাকা আর ট্রলি গুলি স্মুথ হয় ।
আবারো চালু হলো বহুল আলোচিত ইকমার্স প্রতিষ্টান ইভ্যালি,দেখে নিন বিস্তারিত
নিজে প্রডাকশনের লোক হিসেবে বলছি ফেক্টরিতে অনেক ছোট সিলি সমস্যা থাকে যে গুলি কাজে ভাইটাল ইম্পেক্ট ফেলে যেমন ট্রলি, ভালব এগুলি ঠিক না হলে আপনার প্রডাকশন এ প্রভাব পড়বে।

 

আমাদের দেশের ফেক্টরিতে এসব গুলি ফলোয়াপ করা হয়না যার ফলে প্রডাকশন এর লোকজন এসব বলতে বলতে বিরক্ত হয়ে আর বলেন না । এভাবে চলতে থাকে ।