১২ মিশালি

ছবিটি দ্য প্রিন্সটন ক্লাবে আইনস্টাইনের ৭২তম জন্মদিন

অজানা রহস্য বিজ্ঞান
ছবিটি দ্য প্রিন্সটন ক্লাবে আইনস্টাইনের ৭২তম জন্মদিন সেলিব্রেশন পার্টিতে তোলা হয়েছিল। সময়টা ১৯৫১ সালের ১৪ মার্চ, ফটোগ্রাফার ছিলেন ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের বিখ্যাত আলোকচিত্রী আর্থুর স্যাসে।

 

নোবেলজয়ী বিজ্ঞানীর ছবি তুলতে গিয়ে স্যাসে আইনস্টাইনকে অনুরোধ করেছিলেন অল্প হাসার জন্য, আর মজা করার উদ্দেশ্যে আইনস্টাইন জিভ বার করে পোজ দিয়ে দেন। ক্যামেরাবন্দী হয়ে যায় মুহূর্তটি এবং পরবর্তীকালে বিখ্যাত হয়ে যায় সেই ছবি। শুধু তাই নয়, বিশ্বের সর্বাধিক মূল্যবান ছবিগুলোর মধ্যে অন্যতম এই ছবি।

 

আইনস্টাইনের ছবিখানি নিলামে বিক্রি হয়েছে অনেক দামে। ছবির নীচে আছে বিখ্যাত এই বিজ্ঞানীর স্বাক্ষর। আইনস্টাইনের নিজেরও বড়ো পছন্দের ছিল ছবিটি, এটির ন’খানি কপি নিজের কাছে রেখে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে এগুলিরই একটি একটি করে নিলামে উঠতে থাকে।