এখন পর্যন্ত (৩১ মে/২০২১) ২১২ টি দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটির উপরে, বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা ৩৫ লাখ ৪০ হাজারেরও বেশী । এমতাবস্থায় করোনার ভয়াবহতা থেকে বাঁচতে মানুষ দিশেহারা এবং বিভ্রান্ত হয়ে পড়ছে।তাই এখন সবাই করোনা ভাইরাসের খবর রাখছেন। শিশু ও বয়স্ক্রদের ঝুকি বিবেচনা করে মানুষ সবচেয়ে বেশী আতংকিত।
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইতিমধ্যেই যা মহামারী রুপ নিয়েছে। তাই সকলের জন্য করোনা ভাইরাস এবং করনীয় সম্পর্কে জানা জরুরী।
করোনা ভাইরাসের খবর (Live update)
[corona_statistic data=”cases” title=”Coronavirus Cases” title_font_size=”28px” title_color=”#555″ number_color=”#aaa” number_font_size=”26px” ]
[corona_statistic data=”deaths” title=”Deaths:” title_font_size=”28px” title_color=”#555″ number_color=”#696969″ number_font_size=”26px”]
[corona_statistic data=”recovered” title=”Recovered:” title_font_size=”28px” title_color=”#555″ number_color=”#8ACA2B” number_font_size=”26px”]